EMI বাড়াচ্ছে SBI! কী বদল সুদের হারে ?

কলকাতা: EMI বাড়ছে স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের! নতুন নিয়ম আনল এসবিআই৷ কী বদল এল সুদের হারে? সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ তাদের MCLR ১০ বেসিস…

কলকাতা: EMI বাড়ছে স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের! নতুন নিয়ম আনল এসবিআই৷ কী বদল এল সুদের হারে? সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ তাদের MCLR ১০ বেসিস পয়েন্ট হারে বাড়িয়েছে অর্থাৎ ০.১ পয়েন্ট বেড়েছে এই MCLR৷ এর ফলে বাড়তে চলেছে গ্রাহকদের ঋণের উপর সুদও৷ MCLR-এর উপর ভিত্তি করে যে সমস্ত ঋণ মঞ্জুর হয়েছে তার EMI বাড়তে চলেছে৷ স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে নতুন MCLR আজ শনিবার ১৫ জুন থেকেই কার্যকর হতে চলেছে৷

এই পরিবর্তনের ফলে ১ বছরের MCLR ৮.৬৫ শতাংশ থেকে বেড়ে হবে ৮.৭৫ শতাংশ৷ ওভারনাইট এমসিএলআর এখন ৮ শতাংশ থেকে বেড়ে হল ৮.১০ শতাংশ৷ এক মাস ও ৩ মাসের এমসিএলআর এখন ৮.২০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.৩০ শতাংশ৷ অন্যদিকে ৬ মাসের জন্য MCLR রেট ৮.৫৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮.৬৫ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *