‘৫৪৩-এ ৯৯ পেয়েছেন, ১০০-তে নয়’, কংগ্রেসকে ‘পরজীবী’ বলে বিঁধলেন মোদী

নয়াদিল্লি: ’২৪-এর লোকসভা নির্বাচনে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে শতাব্দী প্রাচীন দল কংগ্রেস৷ তাদের বিরোধী আসনে বসার জনাদেশ দিয়েছে গোটা দেশ। বিরোধী দলনেতা হয়েছেন রাহুল গান্ধী৷…

নয়াদিল্লি: ’২৪-এর লোকসভা নির্বাচনে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে শতাব্দী প্রাচীন দল কংগ্রেস৷ তাদের বিরোধী আসনে বসার জনাদেশ দিয়েছে গোটা দেশ। বিরোধী দলনেতা হয়েছেন রাহুল গান্ধী৷ লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের পর জবাবি ভাষণে ঝাঁঝালো বক্তৃতা দিয়েছেন তিনি৷ চাঁচাছোলা ভাষায় বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার পাল্টা দিলেন মোদী৷ লোকসভার প্রধান বিরোধী দল কংগ্রেসকে ‘পরজীবী’ বলে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী৷

নিজের বক্তৃতায় রাহুল ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছিলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আসলে পরাজিত বিজেপি৷ বিরোধীরা এই ফলকে বিজেপির হার বলেই তুলে ধরতে চাইছেন। মঙ্গলবার তারই জবাব দিয়ে নমো বললেন, “কংগ্রেসের ইতিহাসে এবার তৃতীয় সর্ববৃহৎ হারের মুখ দেখেছে দল। আপনারা ৫৪৩ আসনের মধ্যে মাত্র ৯৯ আসন পেয়েছেন৷ ১০০-তে ৯৯ নয়। জনতা আপনাদের বিরোধী আসনে বসার নির্দেশ দিয়েছে। চুপচাপ বিরোধী আসনে বসুন। মানুষ আপনাদের বিরোধী আসনেই দেখতে চায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *