ভারতের সঙ্গে চুক্তি ভেঙেছিল পাকিস্তানই! কার্গিল যুদ্ধ নিয়ে ২৫ বছর পর দোষ কবুল পাকিস্তানের

ইসলামাবাদ: ২৫ বছর পর অবশেষে ভুল স্বীকার৷ ভারতের সঙ্গে অন্যায়ের কথা স্বীকার করে নিলেন খোদ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ! কার্গিল যুদ্ধের জন্য যে পাকিস্তানই…

ইসলামাবাদ: ২৫ বছর পর অবশেষে ভুল স্বীকার৷ ভারতের সঙ্গে অন্যায়ের কথা স্বীকার করে নিলেন খোদ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ! কার্গিল যুদ্ধের জন্য যে পাকিস্তানই দায়ী ছিল, তা মেনে নিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী৷ কোনও রকম রাখঢাক না করেই তিনি বললেন, ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছিল তা ভেঙেছিল পাকিস্তানই। শুধু তাই নয়, কাগগিল ই যুদ্ধের জন্যে তৎকালীন পাক সেনাপ্রধান পারভেজ মুশারফকেই দায়ী করেছেন নওয়াজ। ১৯৯৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যে লাহোর চুক্তি হয়েছিল, তা ভাঙা হয়েছিল৷ এক কথায় তাঁর স্বীকারোক্তি, ‘হ্যাঁ, আমাদেরই ভুল ছিল।’

১৯৯৮ সালের ২৮ মে, পর পর পাঁচটি পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটায় পড়শি পাকিস্তান। এই ঘটনার কয়েক মাস পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী পাকিস্তানের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে। কিন্তু সেই চুক্তি লঙ্ঘন করে যুদ্ধের দামাম বাজিয়েছিল ইসলামাবাদ৷ সে কথা এতদিন পর স্বীকার করলেন নওয়াজ শরিফ। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সাক্ষরিত লাহোর চুক্তি তাঁরাই ভেঙেছিলেন৷

 

১৯৯৯ সালের ২১ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে শান্তি ও সুরক্ষা বজায় রাখতে এবং দুই দেশের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখার উদ্দেশে সাক্ষরিত হয়েছিল লাহোর চুক্তি৷ কিন্তু এই চুক্তি সাক্ষরের কয়েক মাস পর, ওই বছরই জম্মু-কাশ্মীরের কার্গিল প্রদেশে অনুপ্রবেশ করে পাকিস্তান৷ পাক সেনা কার্গিল দখল করতে চাইলে শুরু হয় যুদ্ধ। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে ছিলেন এই নওয়াজ শরিফ। সেনা প্রধান ছিলেন জেনারেল পারভেজ মুশারফ। কার্গিল যুদ্ধে জয়ী হয় ভারত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *