নয়াদিল্পি: দেশের স্বনামধন্য অভিনয়শিক্ষা সংস্থা ন্যাশনাল স্কুল অব ড্রামার নতুন চেয়ারপার্স নিযুক্ত হলেন প্রখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল। সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল এ ঘোষণা করে টুইটে জানান, স্বনামধন্য অভিনেতা পরেশ রাওয়াল রাষ্ট্রপতি ভবন দ্বারা ন্যাশনাল স্কুল অব ড্রামার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। আমি খুশি যে পড়ুয়া এবং কলাকুশলীরা তাঁর প্রতিভার সুযোগ গ্রহণ করতে সক্ষম হবেন। তাঁকে শুভেচ্ছা জানাই। একটি হিন্দি টুইটে এই বার্তা দেন তিনি।
চারবছরের জন্য এই পদে অভিষিক্ত হলেন এই ৬৫ বছরের অভিনেতা। এক সফল দীর্ঘ ফিল্ম কেরিয়ারের পাশাপাশি গুজরাটি মঞ্চের প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। ২০১৭ সালের পর এনএসডি বা ন্যাশনাল স্কুল অব ড্রামার চেয়ারপার্সনের পদটি খালি রয়েছে। সংবাদসংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে পরেশ রাওয়াল বলেন, একাজটি চ্যালেঞ্জের হলেও এতে মজা রয়েছে। আমি আমার সবচেয়ে ভালো কিছুই এতে দিতে পারব, এই ক্ষেত্রটি আমি ভীষণ ভালোভাবে জানি।
দেশের সবচেয়ে নামী অভিনয় শিক্ষা সংস্থার সরকারি টুইটার হ্যান্ডেলে একটি টুইট শেয়ার করা হয়, যাতে লেখা ছিল, এনএসডি পরিবার কিংবদন্তীকে স্বাগত জানায়, তাঁর পথপ্রদর্শনে এনএসডি এক অন্য উচ্চতায় পৌঁছতে পারবে। বিজেপির প্রাক্তন সাংসদ পরেশ রাওয়াল পর্দায় অভিনয় বৈচিত্রের জন্য সমধিক পরিচিত। ১৯৮৫ সালে অর্জুন সিনেমায় তাঁর অভিনয় নজর কাড়ে। একই সঙ্গে বল্লভভাই প্যাটেলের জীবনীমূলক সিনেমা সর্দারে তাঁর নাটকীয় অভিনয় এবং হেরাফেরি ও আন্দাজ অপনা অপনার মত হাসির সিনেমায় তাঁর কমেডির জন্য তিনি যথেষ্ট প্রশংসিত হয়েছেন। পরেশ রাওয়ালের থিয়েটারে অভিনয় মূলত গুজরাটি মঞ্চকেন্দ্রিক। এই মঞ্চে তাঁর বেশীরভাগ অভিনয়ই স্ত্রী স্বরূপ সম্পতের সঙ্গে।
১৯৯৪ সালে তিনি জাতীয় পুরস্তার পান স্যর এবং ওহ ছোকরি সিনেমায় অভিনয়ের জন্য। ন্যাশনাল স্কুল অব ড্রামা মূলত নিজের প্রাক্তনীদের জন্যই সবচেয়ে বেশি চর্চিত। এই প্রাক্তনীদের তালিকায় রয়েছেন নাসিরুদ্দিন শাহ, ওম পুরী, ইরফান খান, সুরেখা সিকরি, নওয়াজউদ্দিন সিদ্দিকি, পঙ্কজ কপুর, পীযূষ মিশ্রা, পঙ্কজ ত্রিপাঠী, রোহিনী হাতাঙ্গডি এবং নীনা গুপ্তা।