পাকিস্তানের হাতে ‘ব্রহ্মস’-এর গোপন তথ্য! চরম শাস্তি ভারতীয় বিজ্ঞানীর

নয়াদিল্লি: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাতে ব্রহ্মস মিশাইলের তথ্য৷ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে ব্রহ্মস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের সাবেক ইঞ্জিনিয়ার নিশান্ত আগারওয়ালকে যাবজ্জীবন…

নয়াদিল্লি: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাতে ব্রহ্মস মিশাইলের তথ্য৷ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে ব্রহ্মস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের সাবেক ইঞ্জিনিয়ার নিশান্ত আগারওয়ালকে যাবজ্জীবন কারাদণ্ড দিল নাগপুর জেলা আদালত৷

অতিরিক্ত দায়রা আদালতের বিচারক, এমভি দেশপান্ডে জানিয়েছেন, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের পাশপাশি, তথ্য প্রযুক্তি আইন এবং ফৌজদারি কার্যবিধির অধীনেও দোষী সাব্যস্ত করা হয়েছে এই প্রাক্তন ইঞ্জিনিয়ারকে। ফলে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১৪ বছরের জন্য সশ্রম কারাদণ্ড এবং ৩,০০০ টাকা জরিমানাও করা হয়েছে নিশান্ত আগরওয়ালকে।

২০১৮ সালেই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সম্পর্কিত বিভিন্ন গোপন উপাদান আইএসআই-এর হাতে তুলে দেওয়ার সন্দেহে, গ্রেফতার করা হয়েছিল নিশান্ত আগরওয়ালকে। সেই সময় তিনি নাগপুরে ব্রহ্মসের ক্ষেপণাস্ত্র কেন্দ্রের প্রযুক্তিগত গবেষণা বিভাগে নিযুক্ত ছিলেন। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের অন্যতম সেরা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র হল ‘ব্রহ্মস’। জল, স্থল, বায়ু, এমনকি জলের নীচ থেকেও উৎক্ষেপণ করা যায় এই ক্ষেপণাস্ত্র। ভারতের সুরক্ষার জন্য অন্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে গোপন তথ্যাবলী, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, আইএসআই-এর হাতে তুলে দিয়েছিলেন কৃতী বিজ্ঞানী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *