নয়া আইনে বাড়িতে বসেই বয়ান দিতে পারবেন ‘নির্যাতিতা’,গ্রাহ্য হবে ই-স্টেটমেন্ট, জানালেন শাহ

নয়া দিল্লি: ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পিনাল কোডের অবসান৷ সোমবার থেকে দেশ জুড়ে কার্যকর হল অপরাধ সংক্রান্ত নতুন আইন ‘ভারতীয় ন্যায় সংহিতা’৷ এবার…

amit shah finance minister Amit-shah Finance Minister in Modi 3.0 government

নয়া দিল্লি: ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পিনাল কোডের অবসান৷ সোমবার থেকে দেশ জুড়ে কার্যকর হল অপরাধ সংক্রান্ত নতুন আইন ‘ভারতীয় ন্যায় সংহিতা’৷ এবার থেকে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ মেনেই চলবে বিচার কাজ।

 

সোমবার নয়া আইন কার্যকর হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘স্বাধীনতার ৭৭ বছর পর নতুন ক্রিমিনাল ল কার্যকর হল। বিচার ব্যবস্থা সম্পূর্ভাবে স্বদেশী হল৷’ ব্রিটিশ আমলের বেশ কিছু সেকশন ‘ভারতীয় ন্যায় সংহিতা’ থেকে বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায় এই আইন ‘শাস্তির বদলে ন্যায়বিচার দেবে৷

 

এই আইনের সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, হেনস্থার ঘটনায় মহিলাদের বাড়িতে গিয়ে তাঁদের বয়ান রেকর্ড করা হবে। সমাজের ভয়ে যদি কেউ থানায় যেতে ভয় পেলে, তিনি বাড়ি থেকেই অনলাইনে এফআইআর করতে পারবেন। ধর্ষণ বা যৌন হেনস্থার মামলায় নির্যাতিতার ই-স্টেটমেন্ট আইনত গ্রাহ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *