এখনও সিঙ্গল, ভাল কাউকে পেলেই বিয়ে করে নেব: সোনাক্ষী সিনহা

তিনি বলেন, কেউ যদি নিজেকে ভালবাসতে না পারে, তাহলে সে কখনওই অন্য একজনকে খুশি করতে পারবে না। অন্যকে ভাল রাখার আগে দরকার নিজেকে ভাল রাখা, নিজের আত্মবিশ্বাসকে জাগিয়ে রাখা, তাকে মর্যাদা দেওয়া। 

মুম্বই: প্রায় প্রত্যেক বলিউড সেলিব্রিটির ভক্তদের সিংহভাগ হয় বিপরীত লিঙ্গের। তাঁরা বিয়ে করে নিলে খানিকটা হলেও হতাশ হয়ে পড়ে এই বিপরীত লিঙ্গের ভক্তকুল। এ ব্যাপারটার সঙ্গে ওয়াকিবহাল তারকারাও। অনেকেই তাই বিয়ের পর্ব সারেন দেরি করে। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের মতো ব্যতিক্রম নিশ্চয়ই আছেন। সেই দলে এবার নাম লেখাতে পারেন সোনাক্ষী সিনহা। সম্প্রতি একটি ইংরেজি সংবাদ চ্যানেল’কে দেওয়া সাক্ষাতকারে এমন কথাই বললেন অভিনেত্রী সোনাক্ষি সিনহা।

‘আমি সিঙ্গল, কিন্তু বিয়ে অবশ্যই করতে চাই’ শত্রুঘ্ন সিনহার মেয়ের এই মন্তব্যে শোরগোল পড়েছে বলিউডে। তিনি আরও জানান, নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরে গর্ববোধ করেন। ভারতের প্রতিটি মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেন সোনাক্ষী। এরপরেই তিনি বলেন, ‘যদিও আমি এখনও সিঙ্গল, তাও আমি সত্যিই ভাল কাউকে বিয়ে করতে চাই।’ নিজেই নিজের বিয়ে নিয়ে কথা বলে হেসে ফেলেন অভিনেত্রী। এরপর তিনি জানান, অপেক্ষা করতে অসুবিধা নেই তাঁর। জানান, ‘আমি এমন একজন কাউকে চাই, যে আমার ইচ্ছাগুলোর মর্যাদা দেবে। আমাকে কিছুটা শ্রদ্ধা করবে।’

 
সোনাক্ষী’র কথায়, তিনি তাঁর কাজের দিকে যতটা এগিয়েছেন, তা নিয়ে তিনি গর্ববোধ করেন। তাই একজন সঠিক মানুষের অপেক্ষা করতে চান তিনি। যতদিন পর্যন্ত না সেরকম কাউকে তিনি খুঁজে পাচ্ছেন, ততদিন পর্যন্ত তিনি সিঙ্গলই থাকবেন এবং এতেই তিনি খুশি। সোনাক্ষী’র মতে নিজেকে ভালবাসা এবং নিজের কাজকে শ্রদ্ধা করা খুবই জরুরি। তিনি বলেন, কেউ যদি নিজেকে ভালবাসতে না পারে, তাহলে সে কখনওই অন্য একজনকে খুশি করতে পারবে না। অন্যকে ভাল রাখার আগে দরকার নিজেকে ভাল রাখা, নিজের আত্মবিশ্বাসকে জাগিয়ে রাখা, তাকে মর্যাদা দেওয়া। 
একই সঙ্গে তিনি বলেন, একজন মানুষের সব কিছু সেই মানুষটি নিজেই তৈরি করে। এ বিষয়ে তার নিজের বাড়ির লোক নিশ্চয়ই সাহায্য করে তবুও শেষ পর্যন্ত তার জায়গা তাকে নিজেই করে নিতে হয়। তাই সম্পর্ক, বন্ধুত্ব, কাজ, বিবাহ— এসব কিছুতেই আগে নিজেকে ভাল লাগাতে হবে, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সোনাক্ষীর কাছে। 

সোনাক্ষী’র পরবর্তী ছবি হিসাবে পরিচালক অভিষেক দুধাইয়া’র ছবি ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ আসতে চলেছে। এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন অজয় দেবগণ। এছাড়াও সঞ্জয় দত্ত, নোরা ফাতেহি প্রমুখদের দেখা যাবে। চলতি বছরের ১৪ আগস্ট ছবিটির মুক্তি পাওয়ার কথা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =