জুতো খুলতেই দুর্গন্ধ! কীভাবে দূর করবেন সমস্যা?

কলকাতা: একটানা অনেক ক্ষন জুতো পরে থাকলে পা থেকে ভীষণ বাজে গন্ধ ওঠে। আবার বর্ষাকালে স্কুল বা অফিস যাওয়ার পথে কোনওভাবে জুতো ভিজে গেলে তা…

কলকাতা: একটানা অনেক ক্ষন জুতো পরে থাকলে পা থেকে ভীষণ বাজে গন্ধ ওঠে। আবার বর্ষাকালে স্কুল বা অফিস যাওয়ার পথে কোনওভাবে জুতো ভিজে গেলে তা থেকেও একই সমস্যা! ভেজা জুতো, মোজা পরেই সারাদিন কাটিয়ে দেওয়ার পর ঘরে গিয়ে জুতো খুলতেই বিকট গন্ধ! যা সহ্য করা বেশ চাপের। এমন সমস্যায় পড়লে কী করবেন? রইল কিছু টিপস।

জুতোর গন্ধের পিছনে একটি অন্যতম কারণ হল ঘাম আর ব্যাকটেরিয়া। যাদের পায়ে ঘাম বেশি হয় তাদের জুতোতে বেশি গন্ধ হয়। এছাড়াও একটানা নোংরা জুতো পরলে সেখান থেকেও পায়ে গন্ধ ওঠার সম্ভাবনা থেকে যায়। কি করে সামালাবেন এই সমস্যা?

জুতো ভিজে গেলে ভাল করে রোদে রেখে শুকিয়ে নিন। রোদ না পেলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তারপর জুতোর মধ্যে কিছু পরিমাণ বেকিং সোডা ছিটিয়ে দিন। পরের দিন জুতোর ভিতর ভাল করে মুছে ফেলুন। দেখবেন গন্ধ দূর হয়েছে। ন্যাপথোলিন গুঁড়ো করে ট্যালকম পাউডারের সঙ্গে মিশিয়ে জুতোর মধ্যে ছড়িয়ে দিন। জুতো দুর্গন্ধমুক্ত রাখতে এক টুকরো কাপড় বা তুলো লবঙ্গ তেলে ভিজিয়ে জুতোর মধ্যে রেখে দিন সারারাত। দুর্গন্ধ দূর হবে। জুতো পরার আগে পায়ে বেবি পাউডার ব্যবহার করুন। দুর্গন্ধ হবে না জুতায়।

চেষ্টা করুন, সপ্তাহে অন্তত একবার সাবান দিয়ে জুতো পরিষ্কার করার। এরপর তা রোদে শুকনো করে নিন। জুতো যদি ভিজে থাকে তাহলে গন্ধ হবেই। সিনথেটিক নয় সুতির মোজা পরুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *