পরনে গেরুয়া বসন, এসি ঘরে ধ্যানমগ্ন মোদী, প্রায় ১৫ ঘণ্টা পর কন্যাকুমারী থেকে এল ছবি

কন্যাকুমারী: কন্যাকুমারীর এই অংশের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ৷ জড়িয়ে রয়েছে ইতিহাস৷ কারণ, আজ থেকে ১৩১ বছর আগে এখানেই ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। কন্যাকুমারীর সেই…

কন্যাকুমারী: কন্যাকুমারীর এই অংশের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ৷ জড়িয়ে রয়েছে ইতিহাস৷ কারণ, আজ থেকে ১৩১ বছর আগে এখানেই ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। কন্যাকুমারীর সেই বিবেকানন্দ রকেই  ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  পূর্ব নির্ধারিত সূচি মেনেই সপ্তম তথা শেষ দফার ভোটের প্রচার শেষ করে সোজা কন্যাকুমারীতে পা রাখেন নমো৷ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ নাগাদ বিবেকানন্দ রক মেমোরিয়ালের ‘ধ্যানমণ্ডপম’-এ ধ্যানে বসেন তিনি। তবে গতকাল রাত পর্যন্ত তাঁর ধ্যানের কোনও ছবি পাওয়া যায়নি৷ অবশেষে, শুক্রবার সকাল ১০টা নাগাদ প্রথম প্রকাশ্যে এল মোদীর ধ্যানে বসার ছবি।

 

বিজেপির ফেসবুক পেজ থেকে মোট চারটি ছবি প্রকাশ করা হয়েছে। একটি ছবিতে দেখা গিয়েছে, গেরুয়া বসন পরে, হাতজোড় করে ধ্যানমগ্ন প্রধানমন্ত্রী৷ তাঁর ধ্যানে বসার আরও তিনটি ছবি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, ৪৫ ঘণ্টা মৌন ব্রত পালন করবেন মোদী। ধ্যানের জায়গা থেকে বাইরেও আসবেন না তিনি। তবে যে ঘরে মোদী ধ্যানে বসেছেন, সেটি শীতাতপ নিয়ন্ত্রিত৷

 

বিরোধীদের অভিযোগ, এটা বিকল্প প্রচারের পথ। একসঙ্গে এতগুলি ক্যামেরার লেন্স বিভিন্ন কোণ থেকে ঘিরে ধরে ছবি তুলছে প্রধানমন্ত্রীর। ধ্যানমণ্ডপমের ঘরে শোনা যাচ্ছে মোদীর কন্ঠে উচ্চারিত ওঙ্কার ধ্বনি। সঙ্গে বেজে চলেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। বিরোধী নেতাদের কথায়, গোটাটাই সিনেম্যাটিক৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *