লস অ্যাঞ্জেলস: অস্কারের মঞ্চে দীপ্তি ছড়ালেন দীপিকা৷ রাজকীয় বেশে ধরা দিলেন তিনি৷ দীপিকার ঘোষণাতেই অস্কারের মঞ্চে অনুষ্ঠিত হয় ‘নাটু নাটু।’ আর সেই ‘নাটুনাটু’-ই অস্কারের আকাশ ছুঁয়ে নিল৷ সব মিলিয়ে ভারতের জন্য এই অস্কার গর্বের৷
আরও পড়ুন- দুই মহিলার হাত ধরে এল পুরস্কার, অস্কার আনল তামিল ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’
৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ভারত মোট তিনটি মনোনয়ন পেয়েছিল। তাঁর মধ্যে দু’টি ছবিই পুরস্কার ঘরে নিয়ে এসেছে। অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পায় স্বল্পদৈর্ঘের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। এর পরেই রাজামৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি অস্কারের মঞ্চে ‘সেরা মৌলিক গান’-এর বিভাগে পুরস্কার জিতে নেয়৷
শুধু অস্কার জেতাই নয়, এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ভারতের প্রতিনিধি হয়ে উপাস্থাপক হিসেবে আমন্ত্রিত ছিলেন দীপিকা পাডুকোন। তাঁর উপস্থিতিও ভারতের কাছে বিশেষ গর্বের৷ গত ফিফা বিশ্বকাপের পর আবারও বিশ্বমঞ্চে সমাদৃত হলেন এই তারকা৷
তাঁর সাজে মুগ্ধ গোটা বিশ্ব। তিনি যেন অনন্যা৷ কাঁধখোলা কালো বল গাউনে বিদেশি অভিনেত্রীদের ভিড়েও নজর কেড়েছেন বলি-ডিভা। হাতে কালো রঙেরই গ্লাভস। গ্লাভসের উপর দিয়ে আঙুলে গলিয়েছেন আংটি৷ টানটান করে বাঁধা চুল৷ ইনস্টাগ্রামে সেই ছবিগুলি নিজেই পোস্ট করেছেন দীপিকা। ছিমছাম সাজের মাঝেই অনুরাগীদের নজর করেছে দীপিকার ঘাড়ের ট্যাটুটি। সেইসঙ্গে উস্কে দিয়েছে একটি প্রশ্ন। কার নামের ট্যাটু করালেন নায়িকা? দীপিকার বাঁ কানের নীচেই জ্বলজ্বল করছিল ছোট্ট ট্যাটুটি! তবে কি প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের পর এ বার স্বামী রণবীর সিং-এর নামের ট্যাটু করালেন দীপিকা? না, তেমনটি নয়৷ সেখানে রণবীরের নামই নেই৷ দীপিকার ট্যাটুতে লেখা ‘৮২ ডিগ্রি ই’। এর মানে কি?
আসলে সম্প্রতি দীপিকা বাজারে নিজস্ব প্রসাধনী সামগ্রী এনেছেন। সেই সংস্থার নাম ‘৮২ ডিগ্রি ই’। দীপিকার এই ট্যাটু আদতে নিজের সংস্থার প্রচারের নয়া কৌশল!
রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন ‘আরকে’ ট্যাটু করিয়েছিলেন ঘাড়ের কাছে। কিন্তু দীপিকাকে ছেড়ে অন্য কারও হাত ধরেন রণবীর। সম্পর্ক ভাঙলেও ট্যাটু মুছে ফেলা সম্ভব হয়নি। তাই যথাসম্ভব সেই ট্যাটু ঢেকে রাখার চেষ্টা করেন তিনি৷ সেই ট্যাটুর কথা কেউই ভোলেননি। ২০১৬ সালে বিচ্ছেদের এই প্রথম নতুন ট্যাটু দেখালেন নায়িকা৷ অস্কারের মঞ্চে দীপিকা ওঠা মাত্রই করতালির জোয়ারে ভাসে গোটা হল। দীপিকার এক হাসিতেই বিগলিত বলিউড থেকে হলিউড!
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>