শুরুতেই টেক্কা বিকল্প টিকটক ‘JOSH’, ডাউনলোডে ১ কোটি পার

টিকটক নিয়ে জল্পনা গত বছরের শুরু থেকেই চলছে। একাধিকবার নিষেধাজ্ঞার দাবি উঠেছিল ছোট ভিডিও তৈরির জনপ্রিয় অ্যাপটির বিরুদ্ধে। অবশেষে ভারত-চীন সীমান্তে সংঘর্ষের জেরে ৫৯টি অ্যাপের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। সেই তালিকা অনুসারে বাদ পড়েছে জনপ্রিয় টিকটক অ্যাপটিও। তবে এই পরিস্থিতিতে টিকটক ব্যবহারকারীদের কথা মাথায় রেখে জোশ নামক অ্যাপ বাজারে এনেছে ডেলিহান্ট। ইতিমধ্যেই সাড়া ফেলেছে অ্যাপটি। শুধুমাত্র গুগল প্লেস্টোরের নিরিখেই এক কোটির বেশি ডাউনলোড হয়েছে জোশ।

b0b447817c60ee1c4d96fcf5cfdac42a

 

নয়া দিল্লি: টিকটক নিয়ে জল্পনা গত বছরের শুরু থেকেই চলছে। একাধিকবার নিষেধাজ্ঞার দাবি উঠেছিল ছোট ভিডিও তৈরির জনপ্রিয় অ্যাপটির বিরুদ্ধে। অবশেষে ভারত-চীন সীমান্তে সংঘর্ষের জেরে ৫৯টি অ্যাপের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। সেই তালিকা অনুসারে বাদ পড়েছে জনপ্রিয় টিকটক অ্যাপটিও। তবে এই পরিস্থিতিতে টিকটক ব্যবহারকারীদের কথা মাথায় রেখে জোশ নামক অ্যাপ বাজারে এনেছে ডেলিহান্ট। ইতিমধ্যেই সাড়া ফেলেছে অ্যাপটি। শুধুমাত্র গুগল প্লেস্টোরের নিরিখেই এক কোটির বেশি ডাউনলোড হয়েছে জোশ।

টিকটকের বিকল্প হিসেবে আত্মপ্রকাশ জোশের। একাধিক ভাষায় ব্যবহার করা যাবে এই অ্যাপটি। তারপর তা সহজেই শেয়ার করা যাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ব্যবহারকারীরা নাচ, গান থেকে শুরু করে অন্যান্য সৃজনশীল প্রতিভারও বিকাশ করতে পারবেন জোশ অ্যাপটির মাধ্যমে। জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটকের মতোই সবাইকে স্টার বানানোর উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে ডেলিহান্ট সংস্থাটি। সূত্রের খবর, আপাতত হিন্দি, ইংরেজি, মালায়লম, তামিল, তেলুগু, কন্নড় ভাষায় চালু হলেও ধীরে অন্যান্য ভাষা ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এককথায়, টিকটক ব্যবহারকারীদের মধ্যে যে জনপ্রিয়তা অর্জন করবে জোশ, তা বলা বাহুল্য।

ভারতীয় পণ্য ব্যবহার এবং চীনা দ্রব্য বর্জন নিয়ে জল্পনা তৈরি হয়েছে দেশবাসীর মনে। এই পরিস্থিতিতে টিকটকের মতো শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম বন্ধ হওয়ায় ব্যবহারকারীরা নিরাশই হয়েছেন। তবে ভারতীয় অ্যাপ হিসেবে ডেলিহান্টের জোশ ইতিমধ্যেই পরিচিতি তৈরি করে ফেলেছে। ট্যাগলাইন দেওয়া হয়েছে, ‘ইন্ডিয়া কা অ্যাপ, ইন্ডিয়া কে লিয়ে’। এদিক থেকে গ্রাহকদের দিক থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাবে বলেই আশাবাদী ডেলিহান্ট। অ্যানড্রেয়েড প্ল্যাটফর্মের গুগল প্লে স্টোরে ঢুঁ মারলে সেই বিষয়টি আরও পরিস্কারও হয়ে যাবে। বর্তমানে এক কোটির বেশি ডাউনলোড করা হয়েছে জোশ অ্যাপটি। ১৫ হাজারের বেশি কমেন্ট পড়েছে প্লেস্টোরে। রেটিং ৩.৯।

2f674194313af0dcf5e2aad90233fb74

টিকটকে নিষেধাজ্ঞা জারির দাবিতে ২০১৯ সালেই মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। তা নিয়ে শোরগোল পড়লেও তখন কোনও প্রভাব পড়েনি অ্যাপটিতে। তবে সম্প্রতি ভারত-চীন সীমান্তে সংঘর্ষের ঘটনায় অবশেষে বন্ধ হয়েছে টিকটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *