পেটে মোচড় দিয়ে ব্যাথার কারণ হতে পারে ৫ রোগ!

কলকাতা: পেটে মাঝে মাঝে এমন মোচড় দিয়ে ব্যাথা করে যে উঠে দাঁড়াতে পারেন না৷ ঘরের হালকা পাতলা খাবার হজম করতে গিয়েও হিমশিম খেতে হয়? তাহলে…

কলকাতা: পেটে মাঝে মাঝে এমন মোচড় দিয়ে ব্যাথা করে যে উঠে দাঁড়াতে পারেন না৷ ঘরের হালকা পাতলা খাবার হজম করতে গিয়েও হিমশিম খেতে হয়? তাহলে কিন্তু আপনার শরীরে লুকিয়ে থাকতে পারে এই ৫টা রোগের মধ্যে যে কোনও একটা৷ মূলত খাওয়ার পরই এধরণের ব্যাথা দেখা যায়৷ হজমের গোলমাল ছাড়াও কেন এমনটা হয় জানেন?

জিইআরডি মানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজ়িজ়-এ আক্রান্ত হলে এমন কষ্টকর পরিস্থিতি মধ্যে পড়তে পারেন আপনি৷ পাকস্থলীর মধ্যে থাকা অ্যাসিড খাদ্যনালি দিয়ে উপর দিকে উঠতে শুরু করে। ফলে পেটব্যথা করে, খাবার খাওয়ার পর অম্বল হলে যেমন গলা-বুক জ্বালা করে, অনেকটা তেমন উপসর্গ দেখা দেয়।

চিকিত্সকেরা বলছেন, খাবার খাওয়ার পরেই পেটে যন্ত্রণা হতে পারে যদি আলসার বা ঘা হয়ে থাকে। পাকস্থলীর মধ্যে থাকা হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাক্টেরিয়ার আক্রমণে খাদ্যনালির নিম্নাংশ ক্ষতিগ্রস্ত হয়। সঠিকভাবে যত্ন না নিলে সামান্য ক্ষতই ক্রমে আলসারে পরিণত হয়। আবার এই হেলিকোব্যাক্টর পাইলোরি নামক ব্যাক্টেরিয়ার আক্রমণে পাকস্থলীতে সংক্রমণ হয়। পাকস্থলীর ভিতরের লাইনিংয়ে প্রদাহজনিত সমস্যা দেখা দিলে গ্যাসট্রাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। যার ফলে খাওয়ার পরই পেটে মোচড়, বমি ভাব দেখা যায় এমনকি খাবারে অনীহাও দেখা দিতে পারে।

তবে এসবের বাইরে সমস্যা হতে পারে যদি কেউ ল্যাক্টোজ় ইনলটারেন্ট হন৷ এই অসুবিধা অনেকের মধ্যেই দেখা যায়৷ এক একজনের শরীরের গঠন, কাঠামো এক একরকম। দুধ বা দুগ্ধজাত খাবার হজম করার জন্য যে পরিমাণ ল্যাক্টেজ় উৎসেচক প্রয়োজন, তা না থাকলে হজমের গন্ডগোল হয়। তাই দুধ খেলে অনেক সময়ে পেট মোচড় দিতে পারে।

তবে সাবধান, এসব কোনও রোগ ছাড়াও খাবারে বিষক্রিয়ার জেরে এমন মারাত্মক ব্যাথা হতে পারে৷ অনেক সময় বাইরের খাবার খেয়ে অনেক সময়ে পেটের গোলমাল হয়। পেটব্যথা, পেট মোচড় দেওয়ার মতো সমস্যাও দেখা দেয়। বাইরের তেলমশলা দেওয়া খাবার অনেকের পেটে সহ্য হয় না। আবার, রাস্তাঘাটে সব সময়ে পরিচ্ছন্নতা বজায় রেখে রান্না করাও হয় না। সে ক্ষেত্রে খাবারের মধ্যে দিয়ে পেটে ব্যাক্টেরিয়া আক্রমণ করে। তাই এক্ষেত্রে কোনও সমস্যা অনুভব করে নিজে নিজের ডাক্তার না হয়ে চিকিত্সকের কাছে অবশ্যই যান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *