৫ বছর বয়স কমাবে আলু! দেখুন কামাল

কলকাতা: আনবিলিভেল! আলু এইভাবে ত্বক বদলে দেয়?বয়সের দাগ ছাপ দূর করতেও কিনা আপনার গতি সেই আলু সেদ্ধ ভাত? এটাও সম্ভব? ভুল ইনফর্মেশন নিয়ে এগোলে কিন্তু…

কলকাতা: আনবিলিভেল! আলু এইভাবে ত্বক বদলে দেয়?বয়সের দাগ ছাপ দূর করতেও কিনা আপনার গতি সেই আলু সেদ্ধ ভাত? এটাও সম্ভব? ভুল ইনফর্মেশন নিয়ে এগোলে কিন্তু আপনারই বিপদ। গোলাপজল, মধু, মুলতানি মাটি হাতের কাছে কাছে রাখলেই হবে কামাল! ১-২ নয়, এই প্রতিবেদন আপনার বয়স কমাবে ৫ বছর। শেষে থাকছে এক কুঁচি আলু দিয়ে ট্যান তোলার টিপস্।

দেখবেন, ৩০ পেরোলেই মুখে বলিরেখা দেখা দেয় অনেকের। এই সমস্যায় দারুন কাজ করে আলুর রস। আলুর রসে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে। সেক্ষেত্রে আলুর খোসা ছাড়িয়ে থেঁতো করে নিন, এরপর সেই পেস্টটা ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত আলুর এই পেস্ট ব্যবহার করলে বয়সের ছাপ আর মুখে পড়বে না। কিন্তু অনেকে ভোগেন ড্রাই স্কিনের সমস্যা। তাদের জন্য বলবো একটা অসাধারণ ফেস প্যাক এর কথা। অবশ্যই আলু দিয়ে। কিন্তু, না। মোটেও সেদ্ধ করে নয়। আলু, কাঁচা দুধ আর মধু নেবেন। পরিমাণ গুলো জেনে নিন। ১ টেবিল চামচ গ্রেটেড আলু, ১ চা চামচ কাঁচা দুধ ও ১/২ চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। মনে রাখবেন এটা ড্রাই স্কিনের জন্য খুব উপকারী। কিন্তু যাদের তৈলাক্ত ত্বক। মানে অয়েলি স্কিন। তারা কী করবেন? ভুলেও আগের বলা প্যাকটা লাগাবেননা। তাঁদের কাজ হবে। আলু, মুলতানি মাটি আর গোলাপজলে। প্যাক বানানোর পদ্ধতিটা বলবো একটু পর। তার আগে জেনে নিন কীভাবে আলুর রসে উজ্জ্বল হবেন আপনি। একটি ছোট বাটিতে ৩ চা চামচ আলুর রস ও ২ চা চামচ মধু নিয়ে ভালো করে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এই আলুর রসের ফেস প্যাক গোটা মুখে, গলায় লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করুন। ১০-১৫ মিনিট রেখে অপেক্ষা করুন। শুকিয়ে গেলে স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন। সেরা ফলাফল পাওয়ার জন্য এই ফেস প্যাক আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন। রইল বাকি অয়েলি স্কিন এর কথা।

১ টেবিল চামচ গ্রেটেড আলু, ১/২ চা চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ গোলাপজল একসাথে মিশিয়ে নিন।
গলা ও মুখে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
দেখবেন রেজাল্ট আসছে হাতেনাতে।‌ লাস্ট বাট নট দ্যা লিস্ট। এই চড়া রোদ, বাইরে বেরোতেই হয়। দেখবেন
ত্বকের যে যে অংশ রোদে পুড়ে গিয়েছে, সেখানে আলুকে পাতলা পাতলা করে কেটে ওই অংশের লাগিয়ে রাখুন। ২০ মিনিট রাখার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রয়োজনে আপনি একই ভাবে আলুর রসও ব্যবহার করতে পারেন ত্বকের জ্বালাপোড়াভাব দূর করতে। এতে ত্বকের দাগও দূর হয়ে যাবে। তাহলে আর দেরি না করে এবারে আলু দিয়েই শুরু করুন রুপচর্চা। আর এরকম আরও সব দুর্দান্ত টিপস্ বা টোটকা জানতে ফলো করুন আমাদের পেজ আজ বিকেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *