Aajbikel

জানেন কী, প্রথম ভারতীয় বিমান যাত্রী ছিলেন এক বাঙালি বধূ

কলকাতা : তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথম নারী বিমানযাত্রী৷ নামটা অবশ্য মিসেস সেন৷ খোলসা করে বলতে গেলে যেতে হবে ১৯১০ সালের ঘটনায়৷ সালটা ১৯১০৷ ১৯-২০ ডিসেম্বর৷ কলকাতার টলি ক্লাব গ্রাউন্ড থেকে উড়েছিল ভারতের প্রথম বিমান৷ আর সেই প্রথম উড়ানের যাত্রীদের হিসাবে ছিলেন একজন মহিলা৷ মিসেস সেন৷ তবে কে এই মিসেম সেন? গবেষক দেবাশিস চক্রবর্তী তাঁর
 | 
জানেন কী, প্রথম ভারতীয় বিমান যাত্রী ছিলেন এক বাঙালি বধূ

কলকাতা : তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথম নারী বিমানযাত্রী৷ নামটা অবশ্য মিসেস সেন৷ খোলসা করে বলতে গেলে যেতে হবে ১৯১০ সালের ঘটনায়৷

সালটা ১৯১০৷ ১৯-২০ ডিসেম্বর৷ কলকাতার টলি ক্লাব গ্রাউন্ড থেকে উড়েছিল ভারতের প্রথম বিমান৷ আর সেই প্রথম উড়ানের যাত্রীদের হিসাবে ছিলেন একজন মহিলা৷ মিসেস সেন৷ তবে কে এই মিসেম সেন? গবেষক দেবাশিস চক্রবর্তী তাঁর গবেষণার জানিয়েছেন, টলি ক্লাবের প্রথম মহিলা বিমানযাত্রী মিসেস সেন ছিলেন কেশব চন্দ্র সেনের পুত্রবধূ নির্মলা নেলি সেন৷ তাঁকে ডাকা হত ‘মিসেস সেন’ নামে৷

মুম্বাই নগর কর্তৃপক্ষের বাঁধা পেয়ে বেলজিয়ানের দুই নাগরিক বিমানের সরঞ্জাম নিয়ে কলকাতায় হাজির হন৷ ব্রিটিশদের কাছ থেকে টলি ক্লাবের বিরাট প্রশস্ত মাঠে বিমান চালানোর অনুমতি পান তাঁরা৷ সেই বিমানের প্রথম মহিলাযাত্রী ছিলেন মিসেস সেন৷ জুল টিক টলি ক্লাব থেকে নিজের হেনরি ফারমান বাইপ্লেন নিয়ে প্রায় ৪৫ মিনিট ধরে কলকাতার আকাশে উড়ে বেড়ান৷ একেই ভারতের প্রথম পাবলিক ফ্লাইট বলে স্বীকৃতি দেওয়া হয়৷ ইতিহাস বলছে ওই পরীক্ষামূলক উড়ানে প্রথম মহিলাযাত্রী ছিলেন মিসেস সেন৷

Around The Web

Trending News

You May like