Aajbikel

কাজের মাসিদেরও প্রশিক্ষণ দেবে রাজ্য, গড়ে দেবে কর্মসংস্থান!

কলকাতা: সময়ের সঙ্গে ছুটতে গিয়ে ব্যস্ত হয়ে পড়েছে জনজীবন৷ ফলে গৃহস্থালির কাজ সামলে ওঠায় এখন দায়৷ কেননা, দিনে দিনে বেড়েই চলেছে কাজের চাপ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘরের কাজ সামলাতে পরিচারিকাই ভরসা অনেকের৷ কিন্তু দক্ষ পরিচারিকা পাওয়াটাই এখন মুশকিল৷ কেননা একদিকে যেমন পরিচারিকাদের অভাব, তেমনি দক্ষ পরিচারিকা খুঁজে পেতে কালঘাম ছোটাতে হয়৷ এবার এই সমস্যা মেটাতে
 | 
কাজের মাসিদেরও প্রশিক্ষণ দেবে রাজ্য, গড়ে দেবে কর্মসংস্থান!

কলকাতা: সময়ের সঙ্গে ছুটতে গিয়ে ব্যস্ত হয়ে পড়েছে জনজীবন৷ ফলে গৃহস্থালির কাজ সামলে ওঠায় এখন দায়৷ কেননা, দিনে দিনে বেড়েই চলেছে কাজের চাপ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘরের কাজ সামলাতে পরিচারিকাই ভরসা অনেকের৷ কিন্তু দক্ষ পরিচারিকা পাওয়াটাই এখন মুশকিল৷ কেননা একদিকে যেমন পরিচারিকাদের অভাব, তেমনি দক্ষ পরিচারিকা খুঁজে পেতে কালঘাম ছোটাতে হয়৷ এবার এই সমস্যা মেটাতে উদ্যোগী হল রাজ্য সরকার৷

পরিচারিকাদের প্রশিক্ষণ ও নিয়োগের জন্য আলাদা একটি ওয়েবসাইট খুলল রাজ্য সরকারের শ্রম দপ্তর৷ এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে নাম দেওয়া হয়েছে প্রশিক্ষণ শিবির ফর দ্যা ডোমেস্টিক ওয়ার্কার্স৷ সেখানে রান্নাবান্না, প্রাথমিক চিকিৎসা, পরিচ্ছন্নতার সহ- গৃহস্থালির একাধিক কাজে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানা গিয়েছে৷ প্রতিদিন পাঁচ ঘণ্টা করে ১০ দিনের এই প্রশিক্ষণ দেবে শ্রম দপ্তর৷ সূত্রে খবর, পরিচারিকার প্রশিক্ষণ নিলে মিলবে প্রশিক্ষণ ভাতা৷ প্রতিদিন ২৫০ টাকা করে বৃত্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷ পরিচারিকাদের সঙ্গে গৃহকর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য একটি মোবাইল অ্যাপ চালু করেছে রাজ্য সরকার৷ আকর্ষণ নামের পোর্টালের মাধ্যমে পরিচারিকাদের সঙ্গে গৃহকর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়া হবে বলে খবর৷

শুধু পরিচারিকাদের প্রশিক্ষণই নয় যুবক-যুবতীদের গাড়ি চালানোর প্রশিক্ষণ দিতে শুরু করেছে রাজ্য শ্রম দপ্তর৷ নিয়োগ ও প্রশিক্ষণ দুই মিলবে বলেও জানিয়েছেন শ্রমমন্ত্রী মলয় ঘটক৷

Around The Web

Trending News

You May like