Aajbikel

আঁধার নামিয়ে শহরে মুষলধারে বৃষ্টি, বজ্রাঘাতে মৃত ১, জখম ১৫

কলাকাতা: টানা ১ ঘণ্টার বৃষ্টিতে কার্যত বানভাসি শহর তিলোত্তমা৷ কলকাতা শহরের বিভিন্ন রাজপথে জমেছে হাঁটু সমান জল৷ যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে জল নামানোর কাজ৷ পাম্পিং স্টেশন গুলি দ্রুত গতিতে চালু করার নির্দেশও দিয়েছে পুরসভা৷ কলকাতায় বজ্রঘাতে জেরে ভিক্টোরিয়ার সামনে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ জখম ১৫ জন৷ শুক্রবার দুপুরে আকাশ আঁধার করে বৃষ্টি নামে কলকাতা ও
 | 
আঁধার নামিয়ে শহরে মুষলধারে বৃষ্টি, বজ্রাঘাতে মৃত ১, জখম ১৫

কলাকাতা: টানা ১ ঘণ্টার বৃষ্টিতে কার্যত বানভাসি শহর তিলোত্তমা৷ কলকাতা শহরের বিভিন্ন রাজপথে জমেছে হাঁটু সমান জল৷ যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে জল নামানোর কাজ৷ পাম্পিং স্টেশন গুলি দ্রুত গতিতে চালু করার নির্দেশও দিয়েছে পুরসভা৷ কলকাতায় বজ্রঘাতে জেরে ভিক্টোরিয়ার সামনে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ জখম ১৫ জন৷

শুক্রবার দুপুরে আকাশ আঁধার করে বৃষ্টি নামে কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকার৷ আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অবহাওয়া দপ্তর৷ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ উত্তর ও দক্ষিণবঙ্গে জারি হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস৷ মুষলধারে বৃষ্টির পূর্বাভাসেও দিয়েছে হাওয়া অফিস৷

Around The Web

Trending News

You May like