Aajbikel

পুজোর মুখে ফের নিম্নচাপের ভ্রুকুটি, বাংলায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা৷ এরপর শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো৷ পুজো ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি৷ চলছে পুজোর প্ল্যানিং৷ কেনাকাট শুরু করে ফেলেছেন অনেকেই৷ কেননা, মাসের শুরুতেই খরচ বাঁচিয়ে কেনাকাটা করে রাখতে চাইছেন না অনেকেই৷ কিন্তু মাসের প্রথম সপ্তাহে পুজোর মুখে ফের দেখা দিয়েছে নিম্নচাপের ভ্রুকুটি৷ আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর,
 | 
পুজোর মুখে ফের নিম্নচাপের ভ্রুকুটি, বাংলায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা৷ এরপর শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো৷ পুজো ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি৷ চলছে পুজোর প্ল্যানিং৷ কেনাকাট শুরু করে ফেলেছেন অনেকেই৷ কেননা, মাসের শুরুতেই খরচ বাঁচিয়ে কেনাকাটা করে রাখতে চাইছেন না অনেকেই৷ কিন্তু মাসের প্রথম সপ্তাহে পুজোর মুখে ফের দেখা দিয়েছে নিম্নচাপের ভ্রুকুটি৷

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ কেননা, মৌসুমী অক্ষরেখার বাংলায় এখনও সক্রিয়৷ আর তার জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস৷ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে কয়েক ঘণ্টার মধ্যে৷ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

অন্যদিকে, পুজোর মুখে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে জানিয়েছে হাওয়া অফিস৷ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷

হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে মধ্যপ্রদেশে একটি নিম্নচাপ অবস্থান করছে৷ নিম্নচাপ রেখাটি দীঘার উপরে আবর্তিত রয়েছে৷ ফলে, আজ বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে দিঘা উপকূলের৷ উপকূলবর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন পুজো কমিটির কর্তারা৷

Around The Web

Trending News

You May like