Aajbikel

এবার দরজা খোলা রেখেই ছুটল মেট্রো রেল, অল্পের জন্য রক্ষা

কলকাতা: কিছুতেই বদল হচ্ছে না পরিস্থিতির৷ পরিবর্তন হচ্ছে না মেট্রো রেলের যাত্রী সুরক্ষা৷ ফের মেট্রো রেলের যান্ত্রিক সমস্যায় পড়েন কয়েক হাজার৷ এবার দরজা খুলেই বেমালুম ছুটতে শুরু করল মেট্রো৷ খোলা দরজা দিয়ে চলল যাত্রী ওঠানামা৷ তবে এই যাত্রায় কোনও দুর্ঘটনা না ঘটলেও মেট্রো রেলের যাত্রী নিরাপত্তায় গলদ ফের একবার প্রকাশ্যে এসে গেল বলেই মত পর্যবেক্ষক
 | 
এবার দরজা খোলা রেখেই ছুটল মেট্রো রেল, অল্পের জন্য রক্ষা

কলকাতা: কিছুতেই বদল হচ্ছে না পরিস্থিতির৷ পরিবর্তন হচ্ছে না মেট্রো রেলের যাত্রী সুরক্ষা৷ ফের মেট্রো রেলের যান্ত্রিক সমস্যায় পড়েন কয়েক হাজার৷ এবার দরজা খুলেই বেমালুম ছুটতে শুরু করল মেট্রো৷ খোলা দরজা দিয়ে চলল যাত্রী ওঠানামা৷ তবে এই যাত্রায় কোনও দুর্ঘটনা না ঘটলেও মেট্রো রেলের যাত্রী নিরাপত্তায় গলদ ফের একবার প্রকাশ্যে এসে গেল বলেই মত পর্যবেক্ষক মহলের৷

ঘটনার সূত্রপাত আজ বুধবার সকাল ১০টা ২৪ মিনিটে৷ যাত্রীদের অভিযোগ, দমদম স্টেশন থেকে রওনা হওয়া মেট্রোর একটি কামরায় ত্রুটি দেখা যায়৷ মেট্রো ছাড়ার আগে চালক লক্ষ্য করেন, একটি কামরার দরজা বন্ধ হচ্ছে না৷ এরপর তিনি নিরাপত্তারক্ষীর দ্বারস্থ হন৷ দরজা বন্ধ না হওয়ায় আরপিএফ কর্মীকে মোতায়েন করে ছোটানো হয় মেট্রো৷ যাতে কোনও সমস্যা না দেখা দেয়, সেই কারণে খোলা দরজার মুখে আরপিএফ মোতায়েন করে শুরু হয় যাত্রী পরিষেবা৷ জানা গিয়েছে, কবি সুভাষ পর্যন্ত দরজা খোলা অবস্থায় ছুটতে থাকে মেট্রো৷

মেট্রো রেল খবর, যান্ত্রিক ত্রুটির কারণে দরজা বন্ধ করা যায়নি, কিন্তু যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দু’জন আরপিএফ কর্মীকে দরজায় মোতায়ন করা হয়৷ যাতে কোনও দুর্ঘটনা না ঘটে৷ তবে, এই ঘটনা মেট্রো রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে৷ মোটা টাকা খরচ করে সুষ্ঠু পরিষেবা পাওয়া যাত্রীরাও দরজা বিভ্রাটের ঘটনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন৷

Around The Web

Trending News

You May like