‘আভি না যাও ছোড় কে’ লোকসভার আগে অমিত সকাশে আশা ভোঁসলে! প্রার্থী হওয়া নিয়ে জল্পনা | Asha Bhosle

মুম্বই: লোকসভা ভোটের আগে তিন দিনের সফরে মহারাষ্ট্রে গিয়েছেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ লোকসভার আগে মহারাষ্ট্রে ভোটপ্রচার এবং গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীদের নিয়ে রণকৌশ সাজাতেই এই…

asha-bhosle-meets-amit-shah

মুম্বই: লোকসভা ভোটের আগে তিন দিনের সফরে মহারাষ্ট্রে গিয়েছেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ লোকসভার আগে মহারাষ্ট্রে ভোটপ্রচার এবং গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীদের নিয়ে রণকৌশ সাজাতেই এই সফর। এরই মাঝে হঠাৎ করে অমিত সকাশে আশা ভোঁসলে৷

লোকসভা ভোটের আগে শাহ-ভোঁসলের সাক্ষাৎ হতেই হইচই নেটপাড়ায়৷ লোকসভার আগে এই সাক্ষাৎকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছিলেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, আসন্ন নির্বাচনে সম্ভবত পদ্ম প্রার্থী পেতে চলেছেন বলিউডের কিংবদন্তী গায়িকা!” বিষয়টি ঠিক কী?

আসলে মুম্বই সফরে আসা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বিশেষ উদ্দেশে দেখা করেন আশা। বুধবার সকালে নাতনিকে নিয়ে শাহিয়াদ্রি গেস্ট হাউজে পৌঁছন আশা তাই। সেখানে সেখানে গায়িকার ফটোবায়োগ্রাফি বই ‘বেস্ট অফ আশা’ লঞ্চ করেন অমিত শাহ৷ যেখানে রয়েছে জনপ্রিয় গায়িকার দুর্মূল্য কিছু ছবি৷ আশার গান রেকর্ডিং-এর বিশেষ কিছু মুহূর্ত এবং তাঁর জীবন সফর ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − two =