নয়াদিল্লি: অপেক্ষার অবসান! আজ, ১৭ এপ্রিল প্রকাশিত হচ্ছে JEE Main 2025 সেশন ২ (BE/BTech)-এর ফলাফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, পরীক্ষার্থীরা আজ থেকেই দেখতে পারবেন নিজেদের স্কোর এবং ফাইনাল উত্তরপত্র। ফলাফল দেখতে এবং স্কোরকার্ড ডাউনলোড করতে লগ ইন করতে হবে jeemain.nta.nic.in ওয়েবসাইটে।
কীভাবে চেক করবেন রেজাল্ট? JEE Main 2025 results
*ভিজিট করুন: jeemain.nta.nic.in
*“JEE Main 2025 Session 2 Result” লিঙ্কে ক্লিক করুন
*দিন আপনার Application Number ও Password বা জন্মতারিখ
*স্কোরকার্ড চলে আসবে স্ক্রিনে
*ডাউনলোড করে সেভ করে রাখুন
পরীক্ষা কবে হয়েছিল? JEE Main 2025 results
JEE Main 2025-এর সেশন ২-এর পেপার ১ (BE/BTech) পরীক্ষা নেওয়া হয়েছিল ২, ৩, ৪, ৭ ও ৮ এপ্রিল। এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ৫৩১টি কেন্দ্র জুড়ে, দেশের ২৮৫টি শহর এবং ১৫টি আন্তর্জাতিক শহরে।
পেপার ২ (BArch/BPlan) পরীক্ষা হয়েছে ৯ এপ্রিল। প্রভিশনাল আন্সার কি প্রকাশিত হয়েছিল ১১ এপ্রিল, আর আপত্তি জানানোর সময়সীমা শেষ হয়েছে ১৩ এপ্রিল।
প্রভিশনাল আন্সার কি বা উত্তরপত্র প্রকাশিত হয়েছিল ১১ এপ্রিল, আপত্তি জানানোর শেষ দিন ছিল ১৩ এপ্রিল।
গুরুত্বপূর্ণ তথ্য JEE Main 2025 results
এই স্কোর অনুযায়ী পরীক্ষার্থীরা JEE Advanced 2025-এ অংশগ্রহণের যোগ্যতা পাবেন কিনা, তা নির্ধারিত হবে। ফলাফল প্রকাশের পরই NTA প্রকাশ করবে Cut-off Score ও Topper List।
Jobs & Education: JEE Main 2025 Session 2 results are out! Check your scores and download the final answer key at jeemain.nta.nic.in.. Exam dates: April 2-9. Results accessible for BE/BTech aspirants. Stay updated on the latest exam news and scorecard details.