চেন্নাই: জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে স্বামীর৷ স্বামীর চিতায় আগুন জ্বেলে সেনা বাহিনীতে যোগ দেওয়ার শপথ নিয়েছিলেন স্ত্রী৷ স্বামীর চিতা ছুঁয়ে প্রতিজ্ঞা করা শহিদ শিশির মলের স্ত্রী সঙ্গীতা আজ নিযুক্ত হলেন ভারতীয় সেনাবাহিনীতে৷ স্বামীকে হারিয়ে ভেঙে না পড়ে তুলে দেশের হয়ে তুলে নিলেন অস্ত্র৷ স্বামীর মৃত্যুর বদলা নেওয়াই এখন তাঁর মূল্য লক্ষ্য বলেই জানিয়ে দিলেন সদ্য সেনায় নিয়ুক্ত হওয়া সঙ্গীতা৷
Lt Sangeeta Mall, wife of Rifleman Shishir Mall of Gorkha Rifles who lost his life in action in Jammu and Kashmir while battling terrorists, is commissioned into the Indian Army after passing out from the Officers Training Academy in Chennai. pic.twitter.com/cSxSH8q1DD
— ANI (@ANI) March 12, 2019
স্বামীর মৃত্যুর পর সঙ্গীতা ওটিএ চেন্নাই(এসএসসিডব্লিউ-২১) কোর্সের জন্য নির্বাচন হন৷ ওটিএ প্রশিক্ষণ শেষ করে আজ লেফটান্যান্ট পদে যোগ দেন সঙ্গীতা৷ ২০১৫ সালের ২সেপ্টেম্বর বারামুলা সেক্টরে অপারেশন রক্ষকের সময় শিশির মল শহিদ হন৷ রাইফেলম্যান শিশির ৩/৯ জিআরে ছিলেন এবং দেড় বছর ধরে তিনি আরআরে কাজ করতেন৷ দেশরক্ষার জন্য শিশির মলের সঙ্কল্প এবার সম্পূর্ণ করলেন শহিদের স্ত্রী সঙ্গীতা মল৷ শহিদের মা রেণুকা মল জানান, ছেলের শহিদ হওয়ার খবরে পরিবার ভেঙে পড়লেও সঙ্গীতা হাল ছাড়েননি৷