Aajbikel

বিতর্ক নিয়েই লাইব্রেরিয়ান পদের লিখিত পরীক্ষা রবিবার

 | 
বই

কলকাতা: রাজ্যের লাইব্রেরিয়ান পদে চলতি মাসেই পরীক্ষা নিতে চলেছে রাজ্য সরকার সেটা আগেই জানা গিয়েছিল। সেই পরীক্ষা হতে চলেছে রবিবার, ২৭ আগস্ট। মোট ৭৩৮টি শূন্যপদে নিয়োগের জন্য রাজ্যজুড়ে লিখিত পরীক্ষা হতে চলেছে রবিবার। রাজ্যের গ্রান্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছিলেন, দুর্গাপুজোর পরেই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার কথা। স্বচ্ছ নিয়োগের সব রকম চেষ্টা করা হচ্ছে। 

সূত্রের খবর, প্রতিটি জেলা থেকে ন্যূনতম হাজার প্রার্থী আবেদন করেছেন। মোট প্রার্থীর সংখ্যা ২৪-২৫ হাজারের কাছাকাছি। জানা গিয়েছে, এই নিয়োগ হবে জেলাভিত্তিক। প্রশ্নপত্র তৈরি করবে প্রতিটি জেলার পৃথক কমিটি। ঠিক এই জায়গাতেই প্রশ্ন তুলেছেন অনেক চাকরিপ্রার্থী। তাদের প্রশ্ন, পৃথকভাবে যখন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সিলেকশন কমিটিও আলাদা, তখন পরীক্ষা কেন একদিনে ফেলা হল? আসলে বিষয় হল, বহু প্রার্থীই আলাদা দিনে পরীক্ষা হবে বলে একাধিক জেলায় আবেদন করেছেন। তবে, তাঁদের এখন যে কোনও একটি জেলাকে পরীক্ষা দেওয়ার জন্য বেছে নিতে হবে। ফলে সুযোগ কমে আসবে। 

রাজ্যের তথ্য অনুযায়ী, বাংলায় লাইব্রেরির সংখ্যা ২ হাজার ৪৪০টি। তার মধ্যে ২ হাজার ২০৯টি গ্রামীণ গ্রন্থাগার। এছাড়া সরাসরি সরকারি গ্রন্থাগার ১৩টি, শহুরে গ্রন্থাগার ১৯টি। সব মিলিয়ে মোট কর্মীর সংখ্যা ৫ হাজার ৬০০ জন। প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতা পুলিশ-দমকল-স্বাস্থ্য সহ রাজ্যে প্রায় ৮ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানিয়েছিল নবান্ন। কলকাতা পুলিশে নিয়োগ করা হতে চলেছে ২ হাজার ৫০০ কনস্টেবল। এছাড়াও ৪৪০ জন লোয়ার ডিভিশন ক্লার্কও নেওয়া হবে। পাশাপাশি ৫ হাজার ৪৬৮ জন কমিউনিটি হেলথ অফিসারও নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।  

Around The Web

Trending News

You May like