কলকাতা: বর্তমানে দেশে বর্ধিত সমস্যাগুলির মধ্যে মারাত্মক আকার নিয়েছে বেকার সমস্যা৷ অর্থাৎ বলাই যায় দেশের ভবিষ্যত বিপন্ন৷ উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেও সেই অনুযায়ী কাজের সন্ধান পাচ্ছে না যুব সম্প্রদায়৷ মূলত যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে ৮ দফা দাবি নিয়ে ‘যুব অধিকার শীর্ষক’ পদযাত্রার আয়োজন করেছিল সামাজিক সংগঠন ‘উই আর দ্য কমন পিপল’৷
কাজের অধিকারকে সংবিধানের মৌলিক অধিকারের স্বীকৃতি ও কাজ না দিতে পারলে মাসিক ছয় হাজার টাকা বেকার ভাতা প্রদান, সমস্ত প্রতিযোগীতা মূলক পরীক্ষার ফর্মের দাম ও সমস্ত রকম ফি প্রত্যাহার, শিক্ষাকে কর্মসংস্থান মুখী করা সহ আট দফা দাবিতে মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে শ্যামবাজার থেকে শুরু হয় এই পদযাত্রা৷
সংগঠনের তরফ থেকে সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত জানান উক্ত দাবিগুলি নিয়ে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে সংগঠন৷ লোকসভা নির্বাচনের আগে ভারতের সমস্ত রাজনৈতিক দলের কাছে এই দাবি সনদ পাঠানো হয়েছে৷ এবং আলোচনায় বসা হয়েছে বিভিন্নরাজনৈতিক নেতৃত্বের সাথে৷ দাবিগুলির সমর্থনে এদিন সংগঠনের পাশে ছিলেন পরশ পাথর বাংলা ব্যান্ডের অয়ন ব্যানার্জী৷ তবে চিরাচরিত প্রথা মেনে পদযাত্রায় ছিলনা কোন স্লোগান প্রতিবাদী সংগীতের মধ্য দিয়েই পদযাত্রা সম্পন্ন হয়৷
‘উই আর দ্য কম্মন পিপলে’র ৮ দফা দাবি গুলি হল-
১.চাকরির পরীক্ষা থেকে সমস্ত রকম ফি প্রত্যাহার করতে হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে চাকরির ফরম দিতে হবে৷
২. চাকরি প্রার্থীরা যাতে মাতৃভাষায় পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করতে হবে, পরীক্ষার ফর্মে নথিভূক্ত সরকারি ভাষাগুলির মধ্যে ভাষা নির্বাচনের বিকল্প রাখতে হবে পরীক্ষার্থীরা ঠিক করতে পারে তারা কোন ভাষা পরীক্ষা দেবে৷
৩. চাকরির পরীক্ষা ইন্টারভিউ ও মেডিকেল টেস্টে যাওয়ার পথে পরীক্ষার্থীরা জাতিসংঘ প্রমাণপত্র দেখে ট্রেন সহ সমস্ত গণপরিবহন মাধ্যমে বিনামূল্যে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করতে হবে৷
৪. অবসরের বয়স বৃদ্ধির প্রক্রিয়া সর্বক্ষেত্রে বন্ধ করতে হবে এবং সরকারি সমস্ত ক্ষেত্রে শূন্যপদ গুলিতে অবিলম্বে লোক নিয়োগ করতে হবে৷
৫. শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার করে শিক্ষাকে চাকরিমুখী করতে হবে৷ এবং সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য বিনামুল্যে প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে৷
৬. চাকরির ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা একটি প্রজন্ম (একই পরিবারের দুই ভাই পেতে পারে কিন্তু বংশানুক্রমে কোন ভাবেই নয়) পাওয়ার পর পরিবারকে সংরক্ষণের আওতার বাইরে রাখতে হবে৷ সংরক্ষণের বিষয়ে আরো বেশি সতর্কতাঃ দেখাতে হবে যাতে যথার্থ ব্যক্তি সংরক্ষণের সুবিধা পায়৷
৭. কাজের অধিকারকে সংবিধানে মৌলিক অধিকারের স্বীকৃতি দিতে হবে৷ সরকার কোন যুবক-যুবতীকে রোজগারের সুযোগ দিতে না পারলে তাকে মাসে কমপক্ষে ছয় হাজার টাকা বেকার ভাতা দিতে হবে, এই ব্যবস্থা হবে সর্বজনীন৷
৮. ভিন্ন স্টেশন ও মেট্রো স্টেশন গুলিতে সাইকেল রাখার ব্যবস্থা করতে হবে৷