কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দীপাবলির সুখবর শুনিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ ৫ শতাংশ মহার্ঘ ভাতার দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ কেন্দ্রের তরফে মহার্ঘ ভাতা ঘোষণার পর রাজ্যের কর্মীদের মধ্যে ছড়িয়েছে তীব্র অসন্তোষ৷ মহার্ঘ ভাতার মামলার স্যাটের রায় কার্যকর করার বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও ইতিবাচক পদক্ষেপ প্রকাশ্যে না আসায় ফের জারি কর্মচারী অসন্তোষ৷ শনিবার শেষ হচ্ছে স্যাটের দেওয়া তিন মাসের সময়সীমা৷ এবার কী হবে? ফের গড়াবে মামলা?
দীর্ঘ মামলার জট কাটিয়ে গত ২৬ জুলাই স্যাটের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, রায় ঘোষণা হওয়ার তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে নীতি নির্ধারণ করতে হবে৷ কেন্দ্রের হারে রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে মহার্ঘ ভাতা৷ বছরে দু’বার মহার্ঘ ভাতা দেওয়ার কথাও স্যাটের রায় উল্লেখ করা হয়েছে৷
স্যাটের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, ২৬ জুলাই রায় ঘোষণা হওয়ার তিন মাসের মধ্যে অর্থাৎ আগামী ২৫ অক্টোবরের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারকে নীতি নির্ধারণ করতে হবে৷ ছ’মাসের মধ্যে তা কার্যকর করতে হবে৷ এক বছরের মধ্যে বকেয়া মিটিয়ে দিতে হবে অথবা ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার আগে৷ কিন্তু, স্যাটের দেওয়া তিন মাসের নীতি নির্ধারণের সময়সীমা শেষ হতে চললেও এখনও প্রকাশ্যে আসেনি কোনও রাজ্যের বার্তা৷ আর তাতেই নতুন করে শুরু হয়েছে কর্মচারী অসন্তোষ৷
গত ২৬ জুলাই রায় ঘোষণা হওয়ার পর আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেই বিষয়ে কোনও ইতিবাচক সাড়া মেলেনি বলে অভিযোগ রাজ্য সরকারি কর্মচারীদের৷ স্যাটের নির্দেশ অনুযায়ী মহার্ঘভাতার মামলার অনুযায়ী রাজ্য সরকারকে নীতি নির্ধারণের জন্য হাতে আর মাত্র ১ দিনের সময় রয়েছে৷ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী রয়েছে পাহাড় সফরে৷ আগামিকাল নবান্নে ফিরবেন তিনি৷ আজ, কর্মদিবস প্রায় শেষ হলে এলেও আগামিকাল মহার্ঘ ভাতা সংস্থা নীতি নির্ধারণ রাজ্য আদৌ করবে কি না তা নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছেন সরকারি কর্মচারী মহলের একাংশ৷
কেননা, ২৫ অক্টোবরের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে নীতি নির্ধারণ করে ফেলার কথা ছিল৷ কিন্তু, তিন মাস সময় পেয়েও কেন সরকার এই বিশষে পরবর্তী সিদ্ধান্ত নিল না, তা নিয়ে প্রশ্ন তুলছেন কর্মচারী মহলের একাংশ৷
এননিতেই ষষ্ঠ বেতন কমিশনের পরিপ্রেক্ষিতে রোপা ২০১৯-এ মহার্ঘ ভাতা সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য না থাকায় ক্ষোভ রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে৷ এমনকি, রোপা ২০১৯ সরকারি কর্মীদের ‘সার্ভেন্ট’ বলে উল্লেখ করে কোনও বকেয়া দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ একদিকে বকেয়া না দেওয়ার ঘোষণা, সরকারি কর্মচারীদের ‘সার্ভেন্ট’ বলে উল্লেখ করা, বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে স্যাটের নির্দেশ অনুযায়ী এখনও পর্যন্ত কোনও নীতি নির্ধারণ না করা নিয়ে কর্মচারী মহলে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে৷