আদৌ মিলবে মহার্ঘ ভাতা? বেতন কমিশনের জল গড়াচ্ছে আদালতে!

কলকাতা: সরকারি কর্মচারীদের অসন্তোষ মেটাতে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ আগেই পড়ে শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার আজ মন্ত্রিসভার বৈঠকে বেতন কমিশনের সুপারিশ অনুমোদন দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা৷ কিন্তু এই নিয়ে শুরু হয়েছে কর্মীমহলে বিতর্ক৷ মহার্ঘ ভাতা থেকে শুরু করে বকেয়া এরিয়ার নিয়ে রয়েছে তুমুল ধোঁয়াশা! আর এই নিয়ে এবার আদালতের পথে কর্মচারী সংগঠনের একাংশ৷ এক

আদৌ মিলবে মহার্ঘ ভাতা? বেতন কমিশনের জল গড়াচ্ছে আদালতে!

কলকাতা: সরকারি কর্মচারীদের অসন্তোষ মেটাতে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ আগেই পড়ে শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার আজ মন্ত্রিসভার বৈঠকে বেতন কমিশনের সুপারিশ অনুমোদন দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা৷ কিন্তু এই নিয়ে শুরু হয়েছে কর্মীমহলে বিতর্ক৷ মহার্ঘ ভাতা থেকে শুরু করে বকেয়া এরিয়ার নিয়ে রয়েছে তুমুল ধোঁয়াশা! আর এই নিয়ে এবার আদালতের পথে কর্মচারী সংগঠনের একাংশ৷

এক নজরে দেখে নিন, বেতন কমিশনের সুপারিশে কোন কোন বিষয়ে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রীসভা?

গ্র্যাচুইটি: গ্র্যাচুইটির উর্ধ্বসীমা বাড়িয়ে ছ’লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা করা করা হচ্ছে৷ ষষ্ঠ বেকন কমিশনের সুপারিশ ছিল ১০ টাকা৷
হাউজ রেন্ট অ্যালাওয়েন্স: সরকারি কর্মীদের বাড়ি ভাড়া বারাদ্দ ৬ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা করা হচ্ছে৷ বেতন কমিশনের সুপারিশ ছিল ১০ হাজার টাকা৷
এক্সট্রা ডিউটি অ্যালাওয়েন্স: ওভারটাইম ডিউটি করলে এখন কর্মীদের মাসে ২৫০ টাকা করে দেওয়া হয়৷ এখন তা বাড়িয়ে ৩০০ টাকা করা হচ্ছে৷
টিফিন অ্যালাওয়েন্স: ঘণ্টাপিছু কর্মীদের টিফিন অ্যালাওয়েন্স ১০ টাকা বাড়িয়ে তা ৩০ টাকা করা হয়েছে৷ সর্বোচ্চ ১৮০ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে৷ বেতন কমিশন ২০ টাকা করার প্রস্তাব দিয়েছিল৷
মেডিক্যাল অ্যালাওয়েন্স: চিকিৎসা ভাতা বাবদ ৩০০ টাকার অনুদান বাড়িয়ে ৫০০ টাকা করা হচ্ছে৷ বেতন কমিশন ৪০০ টাকা সুপারিশ করেছিল৷

আদৌ মিলবে মহার্ঘ ভাতা? বেতন কমিশনের জল গড়াচ্ছে আদালতে!

রাজ্যের এই ঘোষণা প্রসঙ্গে কনফেডারেশন অব স্টেট গভমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘আমাদের একটাই কথা, সরকার পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার কথা না জানিয়ে ষষ্ঠ বেতন কমিশন কবে থেকে কার্যকর হবে তা ঘোষণা করেছে৷ যা আদালতের নির্দেশকে অমান্য করা হয়েছে বলেই আমরা মনে করছি৷ আমরা এই নিয়ে আগামী দু’একদিনের মধ্যে আইনজীবীদের সঙ্গে কথা বলে রাজ্য ট্রাইবুনালে অভিযোগ জানাব৷’’

আদৌ মিলবে মহার্ঘ ভাতা? বেতন কমিশনের জল গড়াচ্ছে আদালতে!

যদিও এর আগে মহার্ঘভাতা মামলায় স্যাটের তরফ সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, কেন্দ্রের হারে রাজ্যের কর্মীদের দিতে হবে মহার্ঘভাতা৷ এই মর্মে রাজ্যকে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে মহার্ঘ ভাতার পরিমাণ৷ একই সঙ্গে রাজ্য কর্মীদের বকেয়া মহার্ঘভাতা ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার আগে নগদ অথবা বেতনের মাধ্যমে মিটিয়ে দিতে হবে৷ কিন্তু বেতন কমিশনের সুপারিশে সেই বিষয়টি উল্লেখ না থাকায় এবার ক্ষোভ প্রকাশ করেছেন করছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ৷ একই সঙ্গে ২০১৬’র পয়লা জানুয়ারি থেকে মিলবে এরিয়ার? তা নিয়ে উঠছে প্রশ্ন থাকছে৷ যদিও এই নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি সরকারের তরফে৷

সংবাদমাধ্যমে ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার আগেই জানিয়েছিলেন, পে কমিশনের সঙ্গে এখন মিশে যাবে মহার্ঘ ভাতা৷ এই মুহূর্তে রাজ্যের কর্মীরা ১২৫ শতাংশ মহার্ঘ ভাতা পান৷ অভিরূপ বাবু জানিয়েছেন, বেতন কমিশনের সঙ্গে মহার্ঘ ভাতা মিশিয়ে দেওয়া হবে৷ নতুন বেতন কাঠামোর চালু হওয়ার পর পর যদি ফের মহার্ঘ ভাতার ঘোষণা করা হয় তাহলে মূল বেতনের সঙ্গে তা পাওয়া যাবে৷ বেতন কমিশনের হিসাব বলছে, যদি কোনও সরকারি কর্মীর বেতন যদি ১০০ টাকা ধরা হয়, তাহলে তার উপর ১২৫ শতাংশ মহার্ঘ ভাতা মিলবে৷ অর্থাৎ দু’টি মিলিয়ে ২২৫ টাকা হবে৷ আর কমিশনের সুপারিশ অনুযায়ী ওই ২২৫ টাকার ওপর আরও ১৪.২ শতাংশ হারে বাড়বে মূল বেতন৷ ফলে, মূল বেতন দাঁড়াবে ২৫৭ টাকার কাছাকাছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + one =