নতুন বছরে বাড়বে বেতন? কী ভাবছে নবান্ন?

আজ বিকেল: রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে নবান্নে দাঁড়িয়ে বেশ কয়েকটি উপহার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনলাইনে মিউটেশন, রাজ্য কর্মসংস্থান বাড়াতে চর্মশিল্পে বিনিয়োগ ও ফ্লিপকার্ট কর্তৃপক্ষকে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা এবং পূর্ব মেদিনীপুরে খাসজমি দখল করে রাখা বাসিন্দাদের জমির অধিকার দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু, এত সবের পরেও সরকারি কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি নিয়ে কী

নতুন বছরে বাড়বে বেতন? কী ভাবছে নবান্ন?

আজ বিকেল: রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে নবান্নে দাঁড়িয়ে বেশ কয়েকটি উপহার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনলাইনে মিউটেশন, রাজ্য কর্মসংস্থান বাড়াতে চর্মশিল্পে বিনিয়োগ ও ফ্লিপকার্ট কর্তৃপক্ষকে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা এবং পূর্ব মেদিনীপুরে খাসজমি দখল করে রাখা বাসিন্দাদের জমির অধিকার দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু, এত সবের পরেও সরকারি কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি নিয়ে কী ভাবছে নবান্ন? নতুন বছরের আগে উপহার পাবেন সরকারি কর্মীরা? আপাতত এই নিয়েই বেশ চিন্তিত রাজ্য সরকারি কর্মীদের একাংশ৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এমনিতে ডিএ ও বেতন বৃদ্ধির দাবিতে রাজ্যের ঘাড়ে লাগাতার চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন সরকারি কর্মচারীদের একাংশ৷ আগামী ৮ জানুয়ারি বাংলা বনধেরও ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠন, নবপর্যায়৷ তার উপর রয়েছে, ২০১৯-এর নির্বাচন৷ ফলে, এই পরিস্থিতি দাঁড়িয়ে নবান্নের তরফে কোনও কোনও পদক্ষেপ নেওয়ার জরুরি বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ পর্যবেক্ষক মহলের ধারণা, কর্মীদের শান্ত করতে ভোটের আগে কিছুটা বেতন বাড়াতে পারে নবান্ন৷ কারণ, ভোটের আগে বেতন না বাড়লে কর্মীদের দিয়ে ভোট করানো মুসকিল৷ কেননা, নির্বাচনে নিরাপত্তার দাবিতে ইতিমধ্যেই ভোটের ডিউটি বয়কটের ডাক দিয়েছে শিক্ষা শিক্ষক-শিক্ষাকর্মী ঐক্যমঞ্চ৷ প্রাথমিক শিক্ষকরাও বেতন বৃদ্ধির দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ ফলে, রাজ্যজুড়ে সরকার বিরোধী মনোভাব ঠেকাতে ‘উপহার’ ঘোষণাই একমাত্র সমাধান বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের বছরে অন্যতম প্রধান রাজনৈতিক ইস্যু হতে চলেছে কর্মসংস্থান। বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে আরও বেশি করে নতুন কর্মসংস্থানে জোর দেওয়া হলেও, ভোট থাকায় ২০১৯ সালে, বিশেষ করে প্রথম ছ’মাসে, নতুন নিয়োগের ক্ষেত্রে তেমন গা দেখাবে না সংস্থাগুলি৷ যেমন বড়সড় হারে বেতনবৃদ্ধির সম্ভাবনাও দেখা যাচ্ছে না৷ সার্বিক ভাবে ৮-১০ শতাংশ হারে বেতন বৃদ্ধির আশা করতে পারেন কর্মীরা৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *