কেন চালু হচ্ছে না পারস্পরিক বদলি? কাল সুখবর দেবেন মুখ্যমন্ত্রী?

কলকাতা: আবেদন করেও মিলছে না বদলির সুযোগ৷ কিন্তু মন্ত্রী-আমলার সুপারিশে নিয়ে অনেকেই পেয়ে যাচ্ছেন বাড়ির কাছে বদলি৷ একাংশ সুবিধা পেলেও অধিকাংশ শিক্ষকই আবেদন করেও বদলির সুযোগ পাচ্ছেন না৷ মিউচুয়াল ট্রান্সফার বন্ধ থাকায় দিনে দিনে জমছে শিক্ষকদের অন্দরে ক্ষোভ৷ এমনিতেই গ্রেড-পে বৃদ্ধি সহ নানান দাবি-দাওয়া রয়েছে শিক্ষকদের৷ বেতন বৃদ্ধির সেই দাবি পূরণ না হলেও বিদলির আবেদন

কেন চালু হচ্ছে না পারস্পরিক বদলি? কাল সুখবর দেবেন মুখ্যমন্ত্রী?

কলকাতা: আবেদন করেও মিলছে না বদলির সুযোগ৷ কিন্তু মন্ত্রী-আমলার সুপারিশে নিয়ে অনেকেই পেয়ে যাচ্ছেন বাড়ির কাছে বদলি৷ একাংশ সুবিধা পেলেও অধিকাংশ শিক্ষকই আবেদন করেও বদলির সুযোগ পাচ্ছেন না৷ মিউচুয়াল ট্রান্সফার বন্ধ থাকায় দিনে দিনে জমছে শিক্ষকদের অন্দরে ক্ষোভ৷

এমনিতেই গ্রেড-পে বৃদ্ধি সহ নানান দাবি-দাওয়া রয়েছে শিক্ষকদের৷ বেতন বৃদ্ধির সেই দাবি পূরণ না হলেও বিদলির আবেদন প্রক্রিয়ায় গড়িমসির অভিযোগ এবার শিক্ষকদের৷ কেননা, দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বদলি প্রক্রিয়া বন্ধ থাকায় বাড়ছে ক্ষোভ৷ স্কুল সার্ভিস কমিশনকে কাটগড়ায় তুলে এবার নয়া বিদ্রোহ স্কুল শিক্ষকদের একাংশ৷ বৃহস্পতিবার শিক্ষক দিবসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর ঘোষণা দিকেই এখন তাকিয়ে বাংলার কয়েক হাজার শিক্ষক৷

শিক্ষকদের একাংশের অভিযোগ, পূর্ব ঘোষণা অনুযায়ী বার্ষিক পর্যায়ে মিউচুয়াল ট্রান্সফারের কথা থাকলেও ২০১৮ অক্টোবর থেকে নতুন করে কোন মিউচুয়াল ট্রান্সফার হয়নি৷ যদিও প্রায় এক বছর প্রক্রিয়াটি সম্পন্ন বন্ধ থাকার পর গত ৩০ মে বিজ্ঞপ্তি দিয়ে নতুন করে ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন৷ তবে ফর্ম জমা নেওয়ার কাজ চালু হলেও প্রক্রিয়াটি এখন অথৈ জলে বলেও অভিযোগ শিক্ষকদের৷

শিক্ষামন্ত্রী ও এসএসসি চেয়ারম্যান পুজোর আগে জমে থাকা মিউচুয়াল ট্রান্সফার সম্পন্ন করার কথা জানালেও আজ পর্যন্ত কোন বিজ্ঞপ্তি প্রকাশ হয় বলে অভিযোগ শিক্ষকদের৷ শিক্ষা দপ্তরের তরফে আশ্বাস দেওয়া হলেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে না বাড়ছে বিপত্তি৷

শিক্ষকদের অভিযোগ, মিউচুয়াল ট্রান্সফার ব্যবস্থা চালু করার বিষয়ে আশ্বাস মিললেও বিষয়টি তদারকির জন্য কোন উদ্যোগ নিচ্ছে না৷ শিক্ষাদপ্তর প্রতিবার শিক্ষক দিবসে শিক্ষক-শিক্ষিকাদের ‘কুমির ছানা’র মতো বিদলির আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর হয় না বলেও অভিযোগ শিক্ষকদের৷ স্পেশাল গ্রাউন্ডে ট্রান্সফার লিস্ট মাঝেমধ্যেই প্রকাশিত হচ্ছে৷ কিন্তু দু’জন শিক্ষক নিজেদের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার করার কোনও সুযোগ পাচ্ছে না বলেও অভিযোগ উঠছে৷

আর এই নিয়েই শুরু হয়েছে তরজা৷ শিক্ষকদের একাংশের অভিযোগ, মিউচুয়াল ট্রান্সফারের জন্য প্রায় ৬০০ আবেদনপত্র কমিশনের কাছে জমা পড়লেও তা কার্যকর করা হয়নি৷ আর এই নিয়েই বাড়ছে শিক্ষক বিক্ষোভ৷
বৃহস্পতিবার শিক্ষক দিবসে শিক্ষকদের সঙ্গে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিক্ষকদের দাবি, ওই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী অন্তত শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারে বিষয়টি পুনর্বিবেচনা করুক৷ শিক্ষকদের আবেদন মেনে বদলি ব্যবস্থা চালু করুক সরকার৷ আর তা না হলে বদলি চালুর দাবিতে শিক্ষকরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 8 =