কেন মিলবে না পে কমিশনের সুবিধা? নয়া বিদ্রোহ গ্রামীণ শিক্ষকদের

কলকাতা: দীর্ঘ লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার পর সদ্য এসএসকে এমএসকে শিক্ষকদের বেতন বাড়িয়েছে রাজ্য সরকার৷ মিলেছে পুজোর বোনাস৷ পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষা দপ্তরের আওতায় আনার কাজও শুরু হয়েছে৷ দীর্ঘ দিনের লড়াইয়ে সাফল্য মেলার পর এবার গ্রামীণ শিক্ষকদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আনার দাবি তুলল শিক্ষক ঐক্য মঞ্চ৷ পে কমিশনের আওতায় আনার আনার পাশাপাশি শিক্ষকদের অন্যান্য

কলকাতা: দীর্ঘ লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার পর সদ্য এসএসকে এমএসকে শিক্ষকদের বেতন বাড়িয়েছে রাজ্য সরকার৷ মিলেছে পুজোর বোনাস৷ পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষা দপ্তরের আওতায় আনার কাজও শুরু হয়েছে৷ দীর্ঘ দিনের লড়াইয়ে সাফল্য মেলার পর এবার গ্রামীণ শিক্ষকদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আনার দাবি তুলল শিক্ষক ঐক্য মঞ্চ৷ পে কমিশনের আওতায় আনার আনার পাশাপাশি শিক্ষকদের অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ারও দাবি তুলেছেন তারা৷ এসএসকে এমএসকে শিক্ষকদের পূর্ণ শিক্ষকের মর্যাদা দেওয়ারও দাবি উঠেছে সংগঠনের ঝাড়গ্রামে জেলা সম্মেলন থেকে৷

কেন মিলবে না পে কমিশনের সুবিধা? নয়া বিদ্রোহ গ্রামীণ শিক্ষকদের

আজ শিক্ষক ঐক্য মঞ্চের তরফে ঝাড়গ্রাম জেলা সম্মেলনের আয়োজন করা হয়৷ সস্মেলনে অংশ নেন কয়েকশো শিক্ষক৷ রবিবার মুর্শিদাবাদ জেলা সম্মেলন হওয়ার কথা৷ রবিবার সর্বশিক্ষা মিশনের অন্তর্ভুক্ত এএসকে, এসএসকে, এএস, মাদ্রাসা, পুরসভা শিক্ষক, পার্শ্বশিক্ষক, শিক্ষা বন্ধু-সহ বৃত্তিমূলক শিক্ষকদের ‘পে কমিশনে’র অন্তভুক্তির দাবি ও সম কাজে সম বেতনের দাবিতে ধারাবাহিক আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ নয়া কর্মসূচির ঘোষণার পাশাপাশি ৩১ জনের জেলা কমিটি গঠন হয়েছে আজ৷ এদিন সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, পরিতোষ ঘোষাল, উদয় প্রামানিক, প্রশান্ত দিন্দা, কাকলী চক্রবর্তী ও অন্যান্যা দে৷

শিক্ষক সংগঠনের নয়া কর্মসূচি প্রসঙ্গে মইদুল ইসলাম জানিয়েছেন, আগামী বুধবার নদীয়া জেলা সম্মেলন হবে কৃষ্ণনগরে৷ বৃহস্পতিবার নভেম্বরে পুরুলিয়া জেলা সম্মেলন হবে৷ ১০ নভেম্বর পূর্ব মেদিনীপুর৷ গত ২৫ আগস্ট উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি,শিলিগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদহ, হাওড়া ও উত্তর ২৪ পরগনার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ এবার আমাদের লক্ষ্য বেতন কমিশনের আওতায় বেতন নিশ্চিত করা৷ এই মর্মে নতুন করে শুরু হবে লড়াই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =