কেন চালু হচ্ছে না ফিটমেন ফ্যাক্টর? ফের যুদ্ধ ঘোষণা শিক্ষকদের

কলকাতা: ঢাকঢোল পিটিয়ে তৃণমূলের শিক্ষক সংগঠনের সভা থেকে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন বর্ধিত হারে বেতন পাবেন প্রাথমিক শিক্ষকরা৷ শিক্ষামন্ত্রী ঘোষণার পরপর বিজ্ঞপ্তি জারি করেছিল শিক্ষা দপ্তর৷ প্রাথমিক শিক্ষকদের লাগাতার ১৫ দিনের অনশন কর্মসূচির জেরে কার্যত চাপে পড়ে গ্রেড পে বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তর৷ বিজ্ঞপ্তিতে ১ আগস্ট থেকে নয়া হারে বেতনক্রম চালু করার বিজ্ঞপ্তি জারি

কেন চালু হচ্ছে না ফিটমেন ফ্যাক্টর? ফের যুদ্ধ ঘোষণা শিক্ষকদের

কলকাতা: ঢাকঢোল পিটিয়ে তৃণমূলের শিক্ষক সংগঠনের সভা থেকে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন বর্ধিত হারে বেতন পাবেন প্রাথমিক শিক্ষকরা৷ শিক্ষামন্ত্রী ঘোষণার পরপর বিজ্ঞপ্তি জারি করেছিল শিক্ষা দপ্তর৷ প্রাথমিক শিক্ষকদের লাগাতার ১৫ দিনের অনশন কর্মসূচির জেরে কার্যত চাপে পড়ে গ্রেড পে বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তর৷ বিজ্ঞপ্তিতে ১ আগস্ট থেকে নয়া হারে বেতনক্রম চালু করার বিজ্ঞপ্তি জারি হলেও বর্ধিত বেতন পাননি বলে অভিযোগ প্রাথমিক শিক্ষকদের৷ বর্ধিত বেতন বিজ্ঞপ্তিতে যথাযথ প্রাপ্য থেকে বঞ্চনা সহ ফিটমেন ফ্যাক্টর নিশ্চিত করার দাবিতে ফের অসন্তোষ প্রাথমিক শিক্ষকদের৷ শিক্ষা দপ্তরের নয়া বিজ্ঞপ্তিতে ‘প্রতারণার’ অভিযোগ তুলে পুজোর মুখে ফের যুদ্ধ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের৷

গত শুক্রবার শিক্ষা দপ্তরের করফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ২৬ জুলাই যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তা চলতি মাস থেকেই কার্যকর হবে৷ ইতিবাচকভাবে এই মাস থেকেই বর্ধিত হারে বেতন মিলবে বলেও জারি হয়েছে বিজ্ঞপ্তি৷ ইতিমধ্যেই সমস্ত জেলাকে এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর৷ পশ্চিমবঙ্গ সরকারের জয়েন্ট সেক্রেটারি স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষকদের আশ্বস্ত করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, এই মাস থেকেই বর্ধিত হারে বেতন পাবেন প্রাথমিক শিক্ষকরা৷ তবে, প্রাথমিক শিক্ষকদের ফিটমেন ফ্যাক্টর নিয়ে কোনও শব্দ ব্যবহার করা হয়নি৷ আর এতেই ক্ষুব্ধ হয়েছেন শিক্ষকদের একাংশ৷

শিক্ষকদের অভিযোগ, বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের তরফে জানানো হয়েছে, বর্তমানে শিক্ষকদের ব্রান্ড পে ৭৪৪০ টাকার ও অপ্রশিক্ষিত শিক্ষকদের ৬৭০০ টাকার বেশি হলে ব্যান্ড পে পরিবর্তন করা করা হবে না৷ ১৮ বছরের বেনিফিট পাওয়ার পর ট্রেনিং করলে ২৬০০টাকা গ্রেড-পে ৩৬০০ টাকা হবে৷ যদি কোনও শিক্ষকের গ্রেড পে ২১০০ টাকা থাকে তাঁদের কোনও পরিবর্তন হবে না৷ শিক্ষকদের অভিযোগ, এক বছর আগে চাকরিতে যোগ দেওয়া শিক্ষকদের বেতন বাড়তে পারে ৫২৮০টাকা৷ দু’বছর মেয়াদি শিক্ষকদের বেতন হতে পারে ৪৬৩২টাকা৷ তিন বছর মেয়াদি শিক্ষকদের বেতন হতে পারে ৩৯৬০টাকা৷ চার বছর মেয়াদি শিক্ষকদের বেতন হতে পারে ৩২৬৪টাকা৷ পাঁচ বছর মেয়াদি শিক্ষকদের বেতন হতে পারে ২৫৬৮টাকা৷ ছ’বছর থেকে ১৭ বছর মেয়াদি শিক্ষকদের বেতন হতে পারে ২৪০০ টাকা৷ ১৮ বছরের বেশি চাকরিরত শিক্ষকদের বেতন বাড়তে পারে ১৬৮০টাকা৷ আর এই নিয়েই তীব্র ক্ষোভ জমেছে শিক্ষকদের মধ্যে৷ শিক্ষকদের দাবি, অবিলম্বে শিক্ষকদের বর্ধিত গ্রেড-পে অনুযায়ী বেতন ও ফিটমেন ফ্যাক্টর দিতে হবে৷

প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে জানানো হয়েছে, শিক্ষা দপ্তরের নির্দেশে বিভ্রান্ত ছড়াচ্ছে প্রাথমিক শিক্ষকদের মধ্যে৷ গত ১৩ সেপ্টেম্বর শিক্ষা দপ্তর যে বেতন সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি সব জেলায় পাঠিয়েছে, তাতে ক্ষোভ ছড়াচ্ছে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের মধ্যে৷ সরকারের পূর্ব ঘোষিত ৮ থেকে ৯ হাজার টাকার বেতন বৃদ্ধির কথা থাকলেও কোনও অজনা কারণে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকদের ৬০০ থেকে ২৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি হচ্ছে৷ এক্ষেত্রে সব চেয়ে বঞ্চিত হচ্ছে রাজ্যের সিনিয়র প্রাথমিক শিক্ষকরা৷ রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে গ্রেড পে বৃদ্ধির কথা জানালেও বাস্তবে শিক্ষকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে৷ আর এরই বিরুদ্ধে ফের আন্দোলনে মামতে চলেছে প্রাথমিক শিক্ষকদের ওই সংগঠন৷

আজ সংগঠনের তরফে সাংবাদিক বৈঠক করে, কেন প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ২ হাজার ৬০০ টাকা থেকে পে ব্রান্ড টু ৩ হাজার ৬০০ টাকা ও অপ্রশিক্ষিত শিক্ষকদের গ্রেড পে ২ হাজার ৩০০টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৯০০ টাকা করা হয় বিজ্ঞপ্তি ঠিকঠাক কার্যকর করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়৷ এই মর্মে আধিকারিকদের সঙ্গে কথা বলার পর শিক্ষক সংগঠনের তরফে ফের কলকাতায় একটি বিশাল জমায়েত করতে করতে পারেন প্রাথমিক শিক্ষকদের একাংশ৷

এই প্রসঙ্গে শিক্ষক নেতা তন্ময় ঘোষ বলেন, ‘‘প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণার পর রাতারাতি বেতন বৃদ্ধির হার কমিয়ে দেওয়া হচ্ছে৷ এটা প্রতারণা৷ এই ধরণের প্রতারণা মেনে নেওয়া যায় না৷ সরকার কি প্রাথমিক শিক্ষকদের নিয়ে ছেলেখেলা করছে? এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *