কলকাতা:শিক্ষক নিয়োগের প্রধান বাঁধা কী? সোমবার সাংবাদিক বৈঠক করে তার স্পষ্ট জবাব দিলেন শিক্ষামন্ত্রী৷ এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিগত সরকারের আমলে দুর্নীতির জন্য প্রায় ৩-৪ হাজার মামলা জমে রয়েছে৷ ফলে, নিয়োগে সমস্যা হচ্ছে৷ আমরা সিদ্ধান্ত নিয়ে কোথায় কত মামলা রয়েছে, কী বিষয়ে মামলা রয়েছে সেগুলিকে খতিয়ে দেখা হবে৷’’
শিক্ষক নিয়োগে জটিলতা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘নিয়োগ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা চলছে৷ কারণ, দেশে যখন বেকারত্ব বাড়ছে, তখন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বেকারত্ব কমানোর চেষ্টা করছেন৷ এটা বিরোধীদের সহ্য হচ্ছে না৷ ’’ বলেন, ‘‘আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব, নিয়োগ শেষ করা৷’’ একই সঙ্গে এদিন অলচিকি মাধ্যমে ২৮৪জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার৷ এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জন্য এই নিয়োগ হবে৷
শুধুমাত্র স্কুলশিক্ষা নিয়ে এই প্রথম রিভিউ বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, মঙ্গলবার সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র (ইজেডসিসি)-তে এই বৈঠক করেন তিনি৷ তাতে মন্ত্রী ও সচিব ছাড়াও অংশ নেন বিভিন্ন পর্ষদ এবং সংসদের প্রেসিডেন্ট এবং চেয়ারম্যানরা, শিক্ষা অধিকর্তা, ডিআই থেকে শুরু করে স্কুল পরিদর্শকরাও। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শিক্ষা সংক্রান্ত রিভিউ মিটিংয়ের ফলশ্রুতি হিসেবেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। বৈঠক শেষে এদিন স্কুলশিক্ষার নতুন পোর্টালও উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।