টাকা থাকলেও কেন মিলছে না কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা? ফের জারি বিদ্রোহ

কলকাতা: কেন মেটানো হচ্ছে না মহার্ঘ ভাতা? কেন বঞ্চিত করা হচ্ছে ন্যায্য অধিকার থেকে? রাজ্যের মুখ্যসচিবকে খোলা চিঠি পাঠিয়ে মহার্ঘ ভাতা ইস্যুতে ফের বিদ্রোহ ঘোষণা কনফেডারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়িয়ের৷ সংগঠনের সভাপতি শ্যামল কুমার মিত্র খোলা চিঠি দিয়ে জানিয়েছেন, ‘‘আপনারা নিশ্চয়ই অবগত আছেন ২০১২-২০১৩ অর্থবছর থেকে ২০১৭-২০১৮ পর্যন্ত ছ’টি অর্থবর্ষে কর্মচারীদের বেতন ও পেনশন খাতে

টাকা থাকলেও কেন মিলছে না কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা? ফের জারি বিদ্রোহ

কলকাতা: কেন মেটানো হচ্ছে না মহার্ঘ ভাতা? কেন বঞ্চিত করা হচ্ছে ন্যায্য অধিকার থেকে? রাজ্যের মুখ্যসচিবকে খোলা চিঠি পাঠিয়ে মহার্ঘ ভাতা ইস্যুতে ফের বিদ্রোহ ঘোষণা কনফেডারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়িয়ের৷

সংগঠনের সভাপতি শ্যামল কুমার মিত্র খোলা চিঠি দিয়ে জানিয়েছেন, ‘‘আপনারা নিশ্চয়ই অবগত আছেন ২০১২-২০১৩ অর্থবছর থেকে ২০১৭-২০১৮ পর্যন্ত ছ’টি অর্থবর্ষে কর্মচারীদের বেতন ও পেনশন খাতে বাজেট বরাদ্দ ছিল ২,৮৪,৫০৯.৯৭ কোটি টাকা৷ কিন্তু এই ছ’টি অর্থবর্ষে প্রকৃত ব্যয় হয়েছে ২,৭০,৬৫৪.৩৯ কোটি টাকা৷ অর্থাৎ রাজ্য বাজেটে অর্থের সংস্থান থাকা সত্বেও কর্মীদের বেতন পেনশন খাতে ১৩,৮৫৫.৫৮ কোটি টাকা রাজ্য সরকার খরচ করেনি৷ যে অর্থে কর্মচারীদের অন্তত ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া যেত৷

সংগঠনের আরও দাবি, ‘‘অন্যদিকে কেন্দ্রীয় সরকারের আর্থিক সমিক্ষা সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় অর্থ কমিশন ও রাজ্যকে দেওয়া কেন্দ্রীয় সহায়তা খাতে দেশের প্রধান প্রধান রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশের পর সব থেকে বেশি অর্থ পেয়েছে পশ্চিমবঙ্গ৷ পশ্চিমবঙ্গ সরকারের দাবি অনুসারে অভ্যন্তরীণ কর সংগ্রহ ও আয় বৃদ্ধির ক্ষেত্রে অতিক্রান্ত ৮ বছরে রাজ্যে নজিরবিহীন উন্নতি করেছে৷ রাজ্যের অর্থমন্ত্রী গত ১০ আগস্ট দাবি করেছেন, দেশজুড়ে আর্থিক মন্দা নিলেও পশ্চিমবঙ্গে তা রুখে দিয়েছে রাজ্য সরকার৷ জিডিপি বৃদ্ধির হার ১২.৫৮ শতাংশ৷ এই রাজ্যে সারা ভারতে প্রথম স্থান দখল করেছে৷’’

টাকা থাকলেও কেন মিলছে না কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা? ফের জারি বিদ্রোহজানানো হয়েছে, ‘‘আপনি নিশ্চিত হবেন, কেনও রাজ্যের ক্ষেত্রে ঋণগ্রহণ একটি অর্থনৈতিক প্রক্রিয়া মাত্র, যে প্রক্রিয়ায় ভারতের সব কটি রাজ্য আছে৷ বেশকিছু রাজ্য সর্বমোট ও মাথাপিছু ঋণ পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি৷ অর্থাৎ অর্থসংকট বা অর্থের অভাব নয়৷ পশ্চিমবঙ্গে কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন না স্রেফ সরকারি সদিচ্ছার অভাবে৷ গত ২৬ জুলাই রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল কর্মীদের বকেয়াসহ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া ও তার স্বপক্ষে স্ট্যান্ডিং অর্ডার প্রকাশের যে ঐতিহাসিক রায় দিয়েছে তার অনুলিপি ইতিমধ্যেই সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে৷ আমরা চাই রাজ্য সরকারের সদিচ্ছা দেখাক৷ সরকার চাইলে আমাদের সংগঠন মহার্ঘভাতার মামলার রায় কার্যকর করার ক্ষেত্রে গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতা করতে প্রস্তুত৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *