কেন মিলছে না শিক্ষকদের রোপা’র সুবিধা? পিছনে কি ‘ষড়যন্ত্র’?

কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের পে ফিক্সেশনের জন্য অপশন দেওয়ার কাজ শুরু হয়ে গেলেও শিক্ষা দপ্তর থেকে আজও বিদ্যালয় শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য কোন অপশন চাওয়া হয়নি৷ রাজ্য শিক্ষা দপ্তরের এহেন ভূমিকায় ক্ষোভে ফুঁসছে শিক্ষক মহল৷ শিক্ষকদের জন্য অপশন ফর্ম চালু না হওয়ায় পিছনে ‘ষড়যন্ত্রে’র গন্ধ পেতে শুরু করেছেন শিক্ষকদের একাংশ৷ রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে

কেন মিলছে না শিক্ষকদের রোপা’র সুবিধা? পিছনে কি ‘ষড়যন্ত্র’?

কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের পে ফিক্সেশনের জন্য অপশন দেওয়ার কাজ শুরু হয়ে গেলেও শিক্ষা দপ্তর থেকে আজও বিদ্যালয় শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য কোন অপশন চাওয়া হয়নি৷ রাজ্য শিক্ষা দপ্তরের এহেন ভূমিকায় ক্ষোভে ফুঁসছে শিক্ষক মহল৷ শিক্ষকদের জন্য অপশন ফর্ম চালু না হওয়ায় পিছনে ‘ষড়যন্ত্রে’র গন্ধ পেতে শুরু করেছেন শিক্ষকদের একাংশ৷

রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক, কিংকর অধিকারী জানিয়েছেন, সরকারের এই আচরণ সারা রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীদের উদ্বেগ বাড়িয়ে তুলছে৷ রাজ্য সরকার স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য কোনও ষড়যন্ত্রমূলক পরিকল্পনা গ্রহণ করেছেন কি না সেবিষয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি৷ পাশাপাশি গ্রাজুয়েট শিক্ষক, প্রাথমিক শিক্ষক সহ সকল শিক্ষক, শিক্ষা কর্মীদের জন্য নির্ধারিত দাবি অনুযায়ী রোপা ১৯, প্রকাশ না করা হলে রাজ্য জুড়ে তীব্র আন্দোলন শুরু হবে বলেও ফের হুঁশিয়ারি দিয়েছেন কিংকরবাবু৷

রাজ্য সরকারি কর্মীদের পে ফিক্সেশনের জন্য পদক্ষেপ নিতে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে রাজ্য৷ চিঠিতে রোপা ২০১৯-এর সংশোধিত বেতন কাঠামো অনুসারে নির্ধারিত অপশনগুলি ভালো করে পড়ে, সঠিকভাবে পূরণ করার জন্য আবেদন জানানো হয়েছে৷ নির্দেশিকা মেনে পে ফিক্সেশন ফর্মের মাধ্যমে নাম, দপ্তর, কত সালে কাজে যোগদান করেছেন, উচ্চ মাধ্যমিকে কত শতাংশ নম্বর পেয়েছেন, পে-ব্র্যান্ড কত, গ্রেড পে হিসাবে সেইসব কর্মীরা কত টাকা বেতন পান, সে বিষয়ে সম্পূর্ণ তথ্য জানাতে বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =