আপারে দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি দিতে কেন এত বিলম্ব? জানাল SSC

কলকাতা: বিজ্ঞপ্তি জারি করেও কথা রাখতে পারল না স্কুল সার্ভিস কমিশন৷ বৃহস্পতিবার ভেরিফিকেশন সংক্রান্ত দ্বিতীয় পর্বের বিস্তারিত তথ্য জানানো কথা থাকলেও শুক্রবার দুপুর পর্যপ্ত কোনও তথ্যই প্রকাশ করতে পারেনি কমিশন৷ এই নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা৷ কিন্তু, কথা দিয়েও কেন কথা রাখতে পারল না কমিশন? বৃহস্পতিবার দ্বিতীয় পর্বের ভেরিফিকেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশিত না হওয়া

90cfdeb664d30657923fa22c61bf1e4a

আপারে দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি দিতে কেন এত বিলম্ব? জানাল SSC

কলকাতা: বিজ্ঞপ্তি জারি করেও কথা রাখতে পারল না স্কুল সার্ভিস কমিশন৷ বৃহস্পতিবার ভেরিফিকেশন সংক্রান্ত দ্বিতীয় পর্বের বিস্তারিত তথ্য জানানো কথা থাকলেও শুক্রবার দুপুর পর্যপ্ত কোনও তথ্যই প্রকাশ করতে পারেনি কমিশন৷ এই নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা৷ কিন্তু, কথা দিয়েও কেন কথা রাখতে পারল না কমিশন?

বৃহস্পতিবার দ্বিতীয় পর্বের ভেরিফিকেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশিত না হওয়া প্রসঙ্গে কমিশনের তরফে প্রযুক্তিগত কারণকেই দায়ী করা হয়েছে৷ টেকনিক্যাল সমস্যার কারণে বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি বলে দাবি কমিশনের৷ কিন্তু, টেকনিক্যাল সমস্যা কত দিনে মোটানে হবে, কবে প্রকাশিত হবে উচ্চ প্রাথমিকের দ্বিতীয় দফার ভেরিফিকেশন সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি? তা এখনও জানা সম্ভব হয়নি৷

গত ২২ ফেব্রুয়ারি আপার প্রাইমারির দ্বিতীয় পর্যায়ের ভেরিফিকেশনের ঘোষণা করে স্কুল সার্ভিস কমিশন৷ বিজ্ঞপ্তিতে ৬ মার্চ থেকে দ্বিতীয় পর্যায়ের ভেরিফিকেশন শুরু হবে বলেও জানানো হয়৷ বৃহস্পতিবার সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া কথা ছিল কমিশনের৷ কিন্তু, তা সম্ভব হয়নি৷

ভেরিফিকেশনের নির্ঘণ্ট সম্পর্কে বিস্তারিত জানতে কমিশনের সাইটে চোখ রেখেছিলেন কয়েক হাজার চাকরিপ্রার্থী৷  কিন্তু, কমিশনের সাইটে কোনও তথ্য না পেয়ে আজ বিকেল ডট কমের দপ্তরে ফোন করেন উদবিগ্ন চাকরিপ্রার্থীদের একংশ৷ পরে, কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, প্রযুক্তিগত কারণে বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *