ঘোষণা অনুযায়ী কেন বাড়ল না বেতন? ভোটের মুখে বিদ্রোহ সরকারি কর্মীদের

কলকাতা: বাজেট অধিবেশনে রাজ্যে চুক্তিভিত্তিক গ্রুপ সি ও ডি কর্মীদের বেতন দু’হাজার টাকা করে বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ কিন্তু, অর্থমন্ত্রীর ঘোষণার পর অর্থদপ্তরের নয়া নির্দেশিকা জারি হতেই চূড়ান্ত বিপাকে পড়েন রাজ্যের কয়েক হাজার চুক্তিভিত্তিক কর্মী৷ গ্রুপ সি ও ডি কর্মীদের বেতন নিয়ে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে কর্মীদের বেতন ২০০০

ঘোষণা অনুযায়ী কেন বাড়ল না বেতন? ভোটের মুখে বিদ্রোহ সরকারি কর্মীদের

কলকাতা: বাজেট অধিবেশনে রাজ্যে চুক্তিভিত্তিক গ্রুপ সি ও ডি কর্মীদের বেতন দু’হাজার টাকা করে বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ কিন্তু, অর্থমন্ত্রীর ঘোষণার পর অর্থদপ্তরের নয়া নির্দেশিকা জারি হতেই চূড়ান্ত বিপাকে পড়েন রাজ্যের কয়েক হাজার চুক্তিভিত্তিক কর্মী৷ গ্রুপ সি ও ডি কর্মীদের বেতন নিয়ে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে কর্মীদের বেতন ২০০০ টাকা করে বাড়ছে না৷

কিন্তু, কেন এরকম হবে? চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে গত ৮ ফেব্রুয়ারি অর্থ দপ্তর থেকে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, তাতে কার কত বেতন বৃদ্ধি হবে তা উল্লেখ করে দেওয়া হয়েছে। সেই নির্দেশিকাকে ঘিরেই এরকম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

অর্থ দপ্তরের নির্দেশিকা জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়, গ্রুপ ডি ও সি চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার নিরিখে বেতন বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়৷ কাজের মেয়াদ অনুযায়ী বেশ কয়েকটি ধাপে বেতন বৃদ্ধির নির্দেশ ঘিরে কর্মী মহলে তৈরি হয়েছে বিভ্রান্তি৷ অভিযোগ, নির্দেশিকায় দেওয়া বহু কর্মীদেরই বেতন নির্দেশিকায় উল্লিখিত ধাপের বাইরে চলে এসেছে৷ বিশেষ করে যাঁরা সদ্য কাজে যোগ দিয়েছেন৷ অর্থ দপ্তরের নির্দেশিকার পর বিভিন্ন দপ্তর থেকে যে ম্যাচিং অর্ডারও দেওয়া হচ্ছে সেই নির্দেশিকায় দেখা যাচ্ছে, কর্মীদের বেতন সর্বসাকুল্য হাজার থেকে দেড় হাজার করে বৃদ্ধি পাচ্ছে৷ এই অবস্থায় কথা দিয়েও কেন কর্মীদের বেতন কেন দু’হাজার টাকা করে বাড়াল না রাজ্য? তা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক গ্রুপ সি, ডি কর্মীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =