যিনি চাইবেন, তাঁকেই দিতে হবে কাজ, নয়া নির্দেশ রাজ্যের

কলকাতা: ১০০ দিনের কাজে কাটমানি রুখতে কড়া নির্দেশ পাঠাল পঞ্চায়েত দপ্তর৷ মাস্টার রোলে ভুয়ো শ্রমিকের নাম রাখার প্রবণতা কমাতে সব জেলাশাসককে কড়া নির্দেশ পাঠানো হয়েছে বলে খবর৷ যিনি কাজ চাইবেন, তাঁকে কাজ দিতে হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, যাকে তাকে কাজ দেওয়া যাবে না৷ যিনি ঠিকঠাক কাজ করতে রাজি হবেন,

যিনি চাইবেন, তাঁকেই দিতে হবে কাজ, নয়া নির্দেশ রাজ্যের

কলকাতা: ১০০ দিনের কাজে কাটমানি রুখতে কড়া নির্দেশ পাঠাল পঞ্চায়েত দপ্তর৷ মাস্টার রোলে ভুয়ো শ্রমিকের নাম রাখার প্রবণতা কমাতে সব জেলাশাসককে কড়া নির্দেশ পাঠানো হয়েছে বলে খবর৷ যিনি কাজ চাইবেন, তাঁকে কাজ দিতে হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷

নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, যাকে তাকে কাজ দেওয়া যাবে না৷ যিনি ঠিকঠাক কাজ করতে রাজি হবেন, তাঁকে ১০০ দিনের কাজ দিতে হবে৷ ১০০ দিনের কাজের প্রকল্পে পশ্চিমবঙ্গ পয়লা স্থানে থাকলেও সব থেকে বেশি কাটমানির অভিযোগ এই প্রকল্পের বিরুদ্ধে৷

অনেকক্ষেত্রে দেখা গিয়েছে, কাজ দেওয়ার নামে যাঁদের নামের তালিকা তৈরি করা হচ্ছে, তাতে বেশ কিছু গড়মিল থাকে৷ আর সেই গড়মিল ধরতেই এই ব্যবস্থা বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =