আজ বিকেল: দীর্ঘ জট কাটিয়ে সবে মাত্র শুরু হয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ কিন্তু, তার মাঝে চেয়ার বিতর্কে বিভ্রান্ত কয়ের হাজার চাকরিপ্রার্থী৷ কে হবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান? এই নিয়েই এখন চলছে চাকরিপ্রার্থীদের মধ্যে জল্পনা৷ তবে, জল্পনা চললেও চাকরিপ্রার্থীদের একাটাই দাবি, ফিরুক ‘ম্যাডাম’৷ শুরু হোক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ চেয়ারম্যান পদে চলতে থাকা অচলাবস্থা মেটাতে আজ সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে রয়েছে কমিশনে৷ চাকরিপ্রার্থীদের দাবি, অচলাবস্থা মেটাতে ম্যাডামকেই ফিরিয়ে আনতে উদ্যোগী হোক কমিশন ও শিক্ষা দপ্তরের কর্তারা৷
চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কে হবেন স্কুল সার্ভিস কমিশনের পরিবর্তী চেয়ারম্যান? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গণভোটের আয়োজন করেন পশ্চিমবঙ্গ SSC চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি রাজা নন্দী৷ সোশ্যাল মিডিয়া গণভোটে ৯০ শতাংশ চাকরিপ্রার্থীই চাইছেন, নিজের পদে বহাল থাকুক চেয়ারম্যান শর্মিলা মিত্র৷ এ প্রসঙ্গে রাজা নন্দী বলেন, ‘‘আমরা চাই ম্যাডাম ফিরুক৷ কারণ, তাঁর হাত দিয়েই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে৷ ম্যাডাম চলে গেলে আমরা অভিভাবকহীন হয়ে পড়ব৷’’
শিক্ষা সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
চাকরিপ্রার্থী জয়দীপ দত্ত জানিয়েছেন, ‘‘এসএসসি’র ইতিহাসে সবচেয়ে সফল চেয়ারম্যান হলেন মেড্যাম৷ বন্ধ নিয়োগ প্রক্রিয়াকে সচল করার মূল কারিগর তিনিই৷ আপনাকে শত কোটি প্রণাম৷ যদি, ম্যাডাম না ফেরেন, তাহলে এর মাসুল গুনতে হবে SSC চাকরিপ্রার্থীদেরই৷’’
কিন্তু, কে হবেন পরবর্তী চেয়ারম্যান? বর্তমান চেয়ারম্যান শর্মিলা মিত্রকে অব্যাহতি দিয়ে গত ১৭ ডিসেম্বর সরকারি অর্ডারে বলা হয়েছে, ওদিন থেকেই এসএসসির চেয়ারম্যান হচ্ছেন সুবীরেশ ভট্টাচার্য৷ আর বর্তমান চেয়ারম্যান শর্মিলা মিত্র তাঁকে দায়ভার বুঝিয়ে দিয়ে বেহালা কলেজের অধ্যক্ষ পদে চলে যাবেন৷ সূত্রের খবর, ইতিমধ্যেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য সরকারি অর্ডার হাতে পেয়ে গিয়েছেন৷ কিন্তু, শেষ মুহূর্তেও আশা ছাড়ছেন না চাকরিপ্রার্থীরা৷ ‘ম্যাডামে’র উপর পূর্ণ আস্থা রাখছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷