উচ্চবর্ণের সংরক্ষণের তালিকায় কারা পড়েন? কেন্দ্রকে নোটিস আদালতের

চেন্নাই: উচ্চবর্ণের ১০শতাংশ সংরক্ষণ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিস দিল মাদ্রাজ হাইকোর্ট৷ আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে সেই নোটিসের জবাব দেওয়ার কথাও বলেছে আদালত৷ কেন্দ্রের ওই সংরক্ষণ সিদ্ধান্তের বিরোধিতা করে মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দাখিল করে ডিএমকে৷ উচ্চবর্ণের অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা অংশের জন্য শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ১০শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এই সিদ্ধান্ত নিয়ে

উচ্চবর্ণের সংরক্ষণের তালিকায় কারা পড়েন? কেন্দ্রকে নোটিস আদালতের

চেন্নাই: উচ্চবর্ণের ১০শতাংশ সংরক্ষণ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিস দিল মাদ্রাজ হাইকোর্ট৷ আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে সেই নোটিসের জবাব দেওয়ার কথাও বলেছে আদালত৷ কেন্দ্রের ওই সংরক্ষণ সিদ্ধান্তের বিরোধিতা করে মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দাখিল করে ডিএমকে৷

উচ্চবর্ণের অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা অংশের জন্য শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ১০শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে, পরস্পরবিরোধী নানা ধরনের বক্তব্যও উঠে আসছে৷ ডিএমকে রাজনৈতিক দল হিসাবে ওই সংরক্ষণের বিরোধিতা করে পিটিশন দাখিল করে মাদ্রাজ হাইকোর্টে৷ এদিন পিটিশনের শুনানির সময় বিচারপতি এস মানিকুমার এবং সুব্রহ্মণ্যম প্রসাদকে নিয়ে গঠিত বেঞ্চ জানিয়েছে সংবিধানে তফসিলি জাতি, আদিবাসী এবং অন্যান্য সম্প্রদায়ের কথা উল্লেখ আছে৷ জানা প্রয়োজন এই অন্যান্য সম্প্রদায়ের তালিকায় কারা কারা পড়েন৷এর জবাবে অতিরিক্ত সলিসিটর জেনারেল জি রাজাগোপালন জানান যে, এখনও পর্যন্ত সংরক্ষণের তালিকায় নেই সম্প্রদায়, তারাই৷ বেঞ্চ জানতে চায়, তারা কারা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + four =