লাঠি হাতে ওরা কারা? রাস্তায় ফেলে শিক্ষকদের পেটাল ‘টিশার্ট’ পুলিশ!

কলকাতা: বাম জমানায় ছিল ‘হাওয়াই চপ্পল পুলিশ’! তৃণমূলের জমানায়ও দেখা গিয়েছে ‘লুঙ্গি পুলিশ’! এবার খাস কলকাতার বুকে রাস্তায় ফেলে শিক্ষকদের পেটাল ‘টিশার্ট’ পুলিশ৷ পুলিশ তো ছিলই। এবার তাদের সঙ্গে ছিল ‘টিশার্ট’ পুলিশের উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে রাজ্যজুড়ে বিতর্ক৷ অনেকেই বলছেন, বাম জমানায় দেখা গিয়েছিল হাওয়া চপ্পল পরা পুলিশ। এবার তৃণমূলের জমানায় দেখার নবতম সংযোজনন ‘টিশার্ট’

লাঠি হাতে ওরা কারা? রাস্তায় ফেলে শিক্ষকদের পেটাল ‘টিশার্ট’ পুলিশ!

কলকাতা: বাম জমানায় ছিল ‘হাওয়াই চপ্পল পুলিশ’! তৃণমূলের জমানায়ও দেখা গিয়েছে ‘লুঙ্গি পুলিশ’! এবার খাস কলকাতার বুকে রাস্তায় ফেলে শিক্ষকদের পেটাল ‘টিশার্ট’ পুলিশ৷ পুলিশ তো ছিলই। এবার তাদের সঙ্গে ছিল ‘টিশার্ট’ পুলিশের উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে রাজ্যজুড়ে বিতর্ক৷ অনেকেই বলছেন, বাম জমানায় দেখা গিয়েছিল হাওয়া চপ্পল পরা পুলিশ। এবার তৃণমূলের জমানায় দেখার নবতম সংযোজনন ‘টিশার্ট’ পুলিশ৷

বেতন নিয়ে সমস্যার জেরে কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের অভিযোগ ওঠে মঙ্গলবার দুপুরে৷ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মিন্টো পার্ক এলাকায়৷ পুলিশের মারে জখম হয়েছেন বেশ কয়েকজন কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা৷ মঙ্গলবার পুলিশি তাণ্ডবের একাধিক ভিডিও ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ তাতে দেখা গিয়েছে, রাজপথে বিক্ষোভ দেখানো শিক্ষকদের উপর বেপরোয়া ভাবে পেটাচ্ছে পুলিশ৷ বেশ কয়েকজন উর্দিধারী পুলিশকর্মীকে দেখা মিললেও ‘সাদা পোশাকের পুলিশে’র উপস্থিতি ঘিরে দানা বেধেছে বিতর্ক৷ শিক্ষকদের অন্দোলন নিয়ন্ত্রণে আনতে হঠাৎ কেন ‘টিশার্ট’ পুলিশের প্রয়োজন হল প্রশাসনের? শিক্ষকদের রাজপথে বেপরোয়া ভাবে লাঠির ঘা বসাতে ‘ভাড়া কর পুলিশ’ আনানো হয়েছিল? এমন ঘটনা ঘটবে জেনে আগে থেকেই প্রস্তুত ছিল ‘টিশার্ট’ পুলিশের ব্যবস্থা৷ প্রশ্ন তুলছেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷

লাঠি হাতে ওরা কারা? রাস্তায় ফেলে শিক্ষকদের পেটাল ‘টিশার্ট’ পুলিশ!মঙ্গলবার ভোটের মুখে বেতন বৃদ্ধির দাবিতে রাজপথে নামেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ বেতন বৃদ্ধির দাবিতে কম্পিউটার শিক্ষকরা অবস্থানে বসেছিলেন৷ শিক্ষকদের সায়েস্তা করতে বেধড়ক লাঠি চার্জ করে পুলিশ৷ মহিলাদের নির্বিচারে লাঠিচার্জ করা হয়৷ গোটা ঘটনায় মিন্টো পার্ক চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ কম্পিউটার শিক্ষক-পুলিশ তুমুল ধস্তাধস্তিতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে গোটা এলাকায়৷ ভোটের মুখে রাজপথে শিক্ষকদের ফেলে এভাবে পুলিশি তাণ্ডবের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছে৷

সরকার ও সরকার নিয়ন্ত্রিত স্কুলে কম্পিউটার শিক্ষকদের অভিযোগ, যে বেতন পাওয়ার কথা তাঁদের, কিন্তু তার থেকে কম বেতন দেওয়া হয়৷ মাসে ১২০০০ হাজার টাকার বদলে এখন মিলছে মাত্র ৪৬০০ টাকা৷ ফলে, তাঁদের সংসার চালাতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে৷ ইউএন ব্রহ্মচারী রোডে আইএলঅ্যান্ডএফএস অফিসের সামনে এগিন বিক্ষোভ দেখান শিক্ষকদের একাংশ৷ অবস্থান তুলতে বললে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে৷ বেপরোয়া চাঠিচার্জ করে পুলিশ৷ মহিলাদের মারধর করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + eighteen =