নয়াদিল্লি: সুদিন আনার স্বপ্ন দেখিয়ে বছর ২ কোটি কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সাড়ে চার বছরের বেশি সরকার চালানোর পর কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়করির অসহায় স্বীকারোক্তি, ‘দেশের সবচেয়ে বড় সমস্যা বেকারি।’ এখন বলছেন, ‘গ্রাম-শহরে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, তা নিয়ে ভাবনা জরুরি।’
ক’দিন আগে দু’দিন দেশজোড়া ব্যাঙ্ক ধর্মঘটের পরেও অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি করেছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের কারণে কাজ হারানোর কোনও প্রশ্ন নেই। ব্যাঙ্ক অব বরোদার সঙ্গে বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের সংযুক্তিকরণের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ক সংগঠনগুলির যুক্ত মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। সর্বাত্মক ধর্মঘটের পরেও শুক্রবার লোকসভায় প্রশ্নোত্তরপর্বে জেটলি বলেছেন, এই সংযুক্তিকরণে কাজ হারানোর কোনও ঘটনা ঘটবে না, বরং স্টেট ব্যাঙ্কের মতো তৈরি হবে একটি বৃহৎ ব্যাঙ্ক। মোদী যেখানে ২ কোটি কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে কাজ হয়েছে টেনেটুনে ২০ লক্ষের। দেশে বেকারির ভয়াবহ এই ছবি অস্বীকার করতে পারেননি সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করিও।
var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);
এদিন তিনি বলেছেন, দেশের সবচেয়ে বড় সমস্যা বেকারি। যোগ করেছেন কর্মসংস্থান ও কাজের মধ্যে রয়েছে এক বিরাট ফারাক। নাগপুরে ফরচুন ফাউন্ডেশনের উদ্যোগে ‘যুবদের ক্ষমতায়ন’ শীর্ষক বৈঠকে ভাষণ দিচ্ছিলেন তিনি। বলেছেন, ‘বেকারির সমস্যা মোকাবিলা করার ক্ষেত্রে বলতে হবে প্রত্যেকে কাজ পাচ্ছেন না, কারণ কর্মসংস্থান ও কাজের মধ্যে রয়েছে বিরাট ফারাক। কাজের সীমাবদ্ধতা রয়েছে, সেকারণে আমাদের যে কোনও সরকারের আর্থিক নীতির প্রধান অংশ কর্মসংস্থান সৃষ্টি।’ সঙ্গে বলেছেন, ‘দেশের গ্রাম-শহরে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, তা নিয়ে ভাবনা জরুরি।’