কোথায় গেল শিক্ষকদের ভোট? কারণ খুঁজতে নয়া নির্দেশ পার্থর

কলকাতা: দেখা নেই ডিএর৷ বাড়ছে না বেতন৷ এখনও ঝুলে ষষ্ঠ বেতন কমিশন৷ তার সময়সীমা আরও সাত মাস বেড়েছে৷ দীর্ঘ দিনের বেতন বঞ্চনা নিয়ে রাজ্য সরকারি কর্মী মহলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে অসন্তোষ৷ আর সেই অসন্তোষ এবার প্রভাব ফেলল ইভিএমে৷ পোস্টাল ব্যালট গণনায় দেখা গিয়েছে বিজেপির দখলে গিয়েছে ৩৯টি আসন৷ নির্বাচন কমিশনের এই তথ্য দেখে মাথায়

কোথায় গেল শিক্ষকদের ভোট? কারণ খুঁজতে নয়া নির্দেশ পার্থর

কলকাতা: দেখা নেই ডিএর৷ বাড়ছে না বেতন৷ এখনও ঝুলে ষষ্ঠ বেতন কমিশন৷ তার সময়সীমা আরও সাত মাস বেড়েছে৷ দীর্ঘ দিনের বেতন বঞ্চনা নিয়ে রাজ্য সরকারি কর্মী মহলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে অসন্তোষ৷ আর সেই অসন্তোষ এবার প্রভাব ফেলল ইভিএমে৷ পোস্টাল ব্যালট গণনায় দেখা গিয়েছে বিজেপির দখলে গিয়েছে ৩৯টি আসন৷ নির্বাচন কমিশনের এই তথ্য দেখে মাথায় হাত শাসক শিবিরে৷ পরিস্থিতিতে খতিয়ে দেখতে এবার মাঠে নামলেন খোদ পার্থ চট্টোপাধ্যায়৷ দিলেন নয়া নির্দেশ৷

লোকসভা ভোটে রাজ্যের শিক্ষকদের ভোট তৃণমূলের পক্ষ্যে না যাওয়ায় এবার উদ্বিগ্ন প্রকাশ করলেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ভোটের ফলাফল খতিয়ে দেখতে বৈঠকও করেন তিনি৷ পোস্টাল ব্যালটের ফলাফল দেখে রীতিমত ক্ষোভ প্রকাশ করেন পার্থ৷ শিক্ষকদের নাগালে আনতে একাধিক বার্তাও দেন৷ শিক্ষকদের কাছে এবার উন্নয়ন পৌঁছে দেওয়ারও বার্তা দেন পার্থ৷

রাজ্য সরকারের চিন্তা বাড়িয়েছে সরকারি কর্মীদের ভোট৷ জাতীয় নির্বাচন কমিশনের তথ্যে দেখা গিয়েছে, এবারের লোকসভা ভোটে পোস্টাল ব্যালট গণনায় বিজেপির দখলে গিয়েছে ৩৯টি আসন৷ তৃণমূল একটি ও সিপিএমর দখলে গিয়েছে মাত্র একটি আসন৷ বারাকপুর,  দমদম, বারাসত, আরামবাগ, হুগলি, শ্রীরামপুর, উলুবেড়িয়া, আসানসোল, বিষ্ণুপুর, ঘাটাল, তমলুক, মথুরাপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বর্ধমান-দুর্গাপুর, বর্ধমান পূর্ব, বাঁকুড়া, রানাঘাট, ঝাড়গ্রাম, জয়নগর, কাঁথি ও বালুরঘাট-সহ মোট ৩৯ আসন৷ এই ফলাফল সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে তৃণমূল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *