কলকাতা: প্রাথমিক টেট পাস করেও মেলেনি চাকরি৷ উল্টে ২০১৭ সালে টেট বিজ্ঞপ্তি জারি হলেও এখনও থমকে নিয়োগ প্রক্রিয়া৷ কিন্তু, নিয়োগ থমকে গেলেও বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না ২০১৬-১৮ শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষিত ও ২০১৪-১৫ বর্ষের প্রাথমিক টেট উত্তীর্ণ বাংলার কয়েক হাজার চাকপ্রার্থী৷ সরকারি গড়িমসির কারণে টেট উত্তীর্ণ হয়েও চাকরি না পেয়ে এবার রাজ্যের সমস্ত জেলা প্রাথমিক সংসদ বা ডিপিএসসির দপ্তরে গণ-আবেদন চাকরিপ্রার্থীদের একাংশের৷
২০১৬-১৮ শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষিত ও ২০১৪-১৫ বর্ষের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের তরফে জানানো হয়েছে, ‘‘২০১৫ সালে প্রাথমিক টেটের নিয়োগের পর একটি সংবাদ মাধ্যমে শিক্ষামন্ত্রীর ঘোষণা করেছিলেন তিনি উত্তীর্ণ ও ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীদের ধাপে ধাপে নিয়োগ করবেন৷ শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের উপর আমরা আজও আস্থা রেখেছি৷ আমরা চাই, শিক্ষামন্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতি পুরণ করে আমাদের নিয়োগের বিষয়টি ভেবে দেখুক৷ কেননা, ২০১৬-১৮ শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষিত ও ২০১৪-১৫ বর্ষের প্রাথমিক টেট উত্তীর্ণ হয়েও নিয়োগপত্র না পেয়ে বেকারত্বের জ্বালা থেকে মুক্ত হতে পারছি না৷’’
এই বিষয়ে জেলা প্রাথমিক সংসদ উপযুক্ত ব্যবস্থা নিক বলেও দাবি জানিয়েছেন তাঁরা৷ চাকরির দাবিতে গণ-আবেগনও জানিয়েছেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের একাংশ৷