মেদিনীপুর: রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বঞ্চনার অভিযোগ নিয়ে অস্থিরতা রয়েছে রাজ্যজুড়ে৷ রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, শিক্ষা দপ্তর সবক্ষেত্রেই একাধিক অভিযোগ পাল্টা অভিযোগের জেরে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক প্রকার অচলাবস্থা তৈরি হচ্ছে৷ এবার এমনই একাধিক অভিযোগ নিয়ে বিক্ষোভে সামিল হলেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির শতাধিক শিক্ষক৷
শুক্রবার ডিআই অফিসে গিয়ে পূর্ব মেদিনীপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের সামনে বিক্ষোভে সামিল হন তাঁরা৷ তাদের দাবি, রাজ্যের সমস্ত জেলা ডিএলএড করা আপার প্রাইমারি শিক্ষকদের ইনক্রিমেন্ট চালু করলেও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন৷ তাই অবিলম্বে তাদের ইনক্রিমেন্ট চালু করতে হবে৷ শিক্ষক-শিক্ষিকাদের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এসটিইএ-র নেতা তপন কুমার জানা, জেলা সম্পাদক স্বপন ভৌমিক, বাসুদেব দাস, শম্ভু মান্না প্রমুখ৷
আগামী এক সপ্তাহের মধ্যে ইনক্রিমেন্ট চালু না করা হলে শিক্ষকরা ডি আই অফিসে অবস্থান করবেন বলেও জানিয়েছেন এদিনের বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষক উদ্দীপ্ত পাল,শেখ আকতার হোসেন,অজয় মন্ডল, সঞ্জীব বেরা প্রমূখ৷ একইসঙ্গে শিক্ষকদের বিভিন্ন কাজের ক্ষেত্রে হয়রানির বিরুদ্ধেও এদিন সোচ্চার হন তাঁরা৷ আগামী দিনে এই হয়রানি বন্ধ না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে৷