নয়াদিল্লি: লোকসভা নির্বাচন পর্ব মিটের পর ধীরে ধীরে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে৷ নিয়োগ বিজ্ঞপ্তি থেকে কবে কোন কেন্দ্রীয় সংস্থায় পরীক্ষা, তার একটি তালিকা তুলে ধরা হল আজ বিকেল ডট কমের পাতায়৷ চাকরির পরীক্ষা সংক্রান্ত সংক্ষিত তথ্য এখানে তুলে ধরা হলেও বিস্তারিত জানতে অবশ্যই সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে নজর রাখুন৷
ভারতীয় রেল মন্ত্রক: বিজ্ঞপ্তি নং 01/2019 ও 02/2019 অনুযায়ী এনটিপিসি ও প্যারামেডিক্যাল ক্যাটাগরির অনলাইন পরীক্ষার সম্ভাব্য সময় জুন থেকে সেপ্টেম্বর, ২০১৯। ওয়েবসাইট: www.rrbkolkata.gov.in ।
ষ্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) (বিজ্ঞপ্তি নং CRPD/CR/2019-20/03) পদে মেন পরীক্ষা হবে ১০ আগস্ট, ২০১৯ । ওয়েবসাইট: https://www.sbi.co.in/careers ।
ষ্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: প্রবেশনারি অফিসার (বিজ্ঞপ্তি নং CRPD/PO/2019-20/01) পদে মেন পরীক্ষা হবে ২০ জুলাই, ২০১৯ । ওয়েবসাইট: https://www.sbi.co.in/careers ।
সিবিএসসি সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট: লিখিত পরীক্ষা হবে ৭ জুলাই, ২০১৯ । ওয়েবসাইট: www.ctet.nic.in ।
লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া: আপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে ৬ ও ১৩ জুলাই, ২০১৯ । মেইন পরীক্ষা হবে ১০ আগস্ট, ২০১৯ । ওয়েবসাইট: http://www.licindia.in ।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড: বারাউনি রিফাইনারিতে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট, জুনিয়র মেটিরিয়ার অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা হবে ১৪ জুলাই, ২০১৯ । ওয়েবসাইট: www.iocrefrecruit.in ।
এমপ্লয়িজ ষ্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন: আপার ডিভিশন ক্লার্ক পদে প্রিলিমিনারি পরীক্ষা ও স্টেনোগ্রাফার পদের মেইন হবে ১৪ জুলাই, ২০১৯ । ওয়েবসাইট: www.esic.nic.in ।
স্টাফ সিলেকশন কমিশন: কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন- ২০১৮ টায়ার-১ পরীক্ষা হবে ১ জুলাই থেকে ২৬ জুলাই, ২০১৯ । টায়ার-২ পরীক্ষা হবে ২৯ সেপ্টেম্বর ২০১৯ । ওয়েবসাইট: https://ssc.nic.in ।
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক: প্রবেশনারি অফিসার পদে লিখিত পরীক্ষা হবে ২৫ জুলাই, ২০১৯ । প্রবেশনারি ক্লার্ক পদে লিখিত পরীক্ষা হবে ২৬ জুলাই, ২০১৯ । ওয়েবসাইট: www.southindianbank.com ।
বর্ডার সিকিউরিটি ফোর্স: হেড কনস্টেবল রেডিও অপারেটর ও হেড কনস্টেবল রেডিও মেকানিক পদে লিখিত পরীক্ষা হবে ২৮ জুলাই, ২০১৯ । শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা হবে ৯ অক্টোবর, ২০১৯ । ওয়েবসাইট: https://recruitments.bsf.gov.in ।