পেশা যখন ডিজিটাল মার্কেটিং, কীভাবে গোছাবেন ভবিষ্যৎ?

কলকাতা: এখন কেনাকাটা উইনডো শপিং সবেতেই ই-কমার্সের প্রভাব। নতুন ফোন কিনলেন কি কি ফিচার রয়েছে দেখতে না দেখতেই প্লে স্টোর থেকে একে একে ডাউনলোড হল ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, লাইমরোড, টাটা ক্লিকিংস, ক্লাব ফ্যক্টরি ইত্যাদি ইত্যাদি।যেকোনও টেকস্যাভি নেক্সট জেনের কাছে এই শব্দবন্ধগুলি অনেক বেশি বিশ্বাসযোগ্য ও কাছের।ঠিক একইভাবে পাড়ার মোড়ের সদ্য হওয়া শপিংমল তাদের টানে না।

3dc7951093bc2fc10a148efe58b5e656

পেশা যখন ডিজিটাল মার্কেটিং, কীভাবে গোছাবেন ভবিষ্যৎ?

কলকাতা: এখন কেনাকাটা উইনডো শপিং সবেতেই ই-কমার্সের প্রভাব। নতুন ফোন কিনলেন কি কি ফিচার রয়েছে দেখতে না দেখতেই প্লে স্টোর থেকে একে একে ডাউনলোড হল ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, লাইমরোড, টাটা ক্লিকিংস, ক্লাব ফ্যক্টরি ইত্যাদি ইত্যাদি।যেকোনও টেকস্যাভি নেক্সট জেনের কাছে এই শব্দবন্ধগুলি অনেক বেশি বিশ্বাসযোগ্য ও কাছের।ঠিক একইভাবে পাড়ার মোড়ের সদ্য হওয়া শপিংমল তাদের টানে না। আড্ডা দেওয়ার জন্য ঠিক আছে, মলের টপ ফ্লোরের ফুড কোর্টে হ্যাংআউটও চলতে পারে।কিন্তু কেনাকাটা অনলাইনেই, দেখে শুনে ঘেঁটে পছন্দ না হলে রিপ্লেস, রিফান্ড কত সুযোগ।কে ওই পাঁচটা দোকান ঘুরে পরিশ্রম করে শপিং করবে।তার থেকে বিছানায় আরাম করতে করতেই সবকিছু মুঠিতে, সঙ্গে যে স্মার্টফোন রয়েছে, তা বলাই বাহুল্য।

হ্যাঁ ঠিক ধরেছেন আজকের আলোচনার বিষয় ডিজিটাল মার্কেটিং।বর্তমানে কাটতির বাজারে একেবারে প্রথম শ্রেণিতে রয়েছে ডিজিটাল মার্কেটিং।বিপণনের জগতে একে টপকে এগিয়ে যাওয়ার মতো কোনও প্রতিষ্ঠান এখনও চৈরিই হয়নি।আপনি গড়িয়াহাটের মোড়ে ঝা চকচকে শপিংমল তৈরি করে ভাবছেন, এবার ডিসকাউন্ট দিলেই ক্রেতার দল ঝাঁপিয়ে পড়বে, ভুল ভাবছেন সে গুড়ে বালি।ফেসবুকে অনলাইন থাকতে থাকতেই লাইমরোড থেকে পয়লা বৈশাখের পছন্দের কূর্তিটি বেছে ফেলেছেন তরুণী, এখন শুধু অ্যাড টু কার্টে গিয়ে পেমেন্ট করার পালা।জিন্স টপও হচ্ছে তবে এইচডিএফসি ক্রেডিট কার্ডে ১০ শতাংশ ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট তাই সেখান থেকেই কেনা হবে।

সানগ্লাস আর বান্দানার জন্য অ্যামাজন।ওহ, অফিস কামাইও হল না সেলের বাজারে ঘেমেনেয়ে একসা হয়ে শপিংয়েরও দরকার পড়ল না। এর থেকে আনন্দের আর কিই বা হতে পারে। এবার বুঝতে পারছেন তো মানুষ কতটা পরিমাণে ই-কমার্স নির্ভর হয়ে উঠেছে, তাই ডিজিটাল মার্কেটিংকে পেশা ধরে নিয়ে এোলে ভভিষ্যতে চাকরির অভাব ঘটবে না। শহরের বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে এই কোর্সটি করে যে কোনও ই-কমার্স সংস্থার এরিয়া ম্যানেজার হতে পারেন। শুধু বিক্রি করার ক্ষমতা, উপস্থিত ও সৃজনশীল বুদ্ধি থাকাটা জরুরি। বাকিটা কাজ করতে করতেই হয়ে যাবে। তাই কেরিয়ার নিয়ে বেশি চিন্তাভাবনা না করে এইবেলা ডিজিটাল মার্কেটিংয়ে ঢুকে পড়ুন, আপনার জয়রথ তরতরিয়ে এগোবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *