কলকাতা: শিক্ষকদের কর্মস্থলে বণ্টন প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ হলেই শুরু হবে বদলি। বুধবার বিধাননগর সরকারি স্কুলে পুস্তক দিবস অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
তিনি জানান, এদিনই বিকাশ ভবনে একটি বৈঠক হয়েছে। কোথায় কতজন শিক্ষক এবং পড়ুয়া রয়েছেন, তার হিসেব তিনি সাতদিনের মধ্যে চেয়েছেন। তাঁর বক্তব্য, শিক্ষক নেই, এটা ভুল কথা। কোথাও প্রয়োজনের তুলনায় বেশি আছেন, কোথাও কম রয়েছেন। এটাই সমস্যা। সেটা মিটিয়েই যত তাড়াতাড়ি সম্ভব সাধারণ বদলি প্রক্রিয়া শুরু করা হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পার্থবাবু বলেন, কোথাও শূন্যপদ সৃষ্টি হলে তা পূরণ করতে একটা সময় লাগে। তার আগে যদি বদলি প্রক্রিয়া চলে, তাহলে তার মাধ্যমেই অনেক শূন্যপদ পূরণ হয়ে যায়। তখন হিসেব করার ক্ষেত্রে অনেক জটিলতা হয়। সেই কারণেই আপাতত এই প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই সরকার প্রায় ৭০ হাজার শিক্ষক বদলি করেছে বলে দাবি করেন মন্ত্রী। শিক্ষিকাদের বদলির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তাঁদের নিজের জেলায় বা তা সম্ভব না হলে পার্শ্ববর্তী জেলায় বদলি করা হবে।