উচ্চ প্রাথমিকে ভেরিফিকেশন কবে? জবাব দিলেন SSC-র চেয়ারম্যান

কলকাতা: উচ্চ প্রাথমিকে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের আন্দোলনকে গুরুত্ব দিতেই চাইল না স্কুল সার্ভিস কমিশন৷ উল্টে চাকরিপ্রার্থীদের প্রতিশ্রুতি দিয়ে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ কমিশনের৷ কমিশনের কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছেন, আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়৷ তবে, দ্রুত ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি হবে বলেও জানান তিনি৷ কিন্তু, কমিশনের মৌখিক আশ্বাস মানতে নারাজ আন্দোলনকারীরা৷ অন স্পট বিজ্ঞপ্তি প্রকাশের

উচ্চ প্রাথমিকে ভেরিফিকেশন কবে? জবাব দিলেন SSC-র চেয়ারম্যান

কলকাতা: উচ্চ প্রাথমিকে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের আন্দোলনকে গুরুত্ব দিতেই চাইল না স্কুল সার্ভিস কমিশন৷ উল্টে চাকরিপ্রার্থীদের প্রতিশ্রুতি দিয়ে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ কমিশনের৷ কমিশনের কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছেন, আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়৷ তবে, দ্রুত ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি হবে বলেও জানান তিনি৷

কিন্তু, কমিশনের মৌখিক আশ্বাস মানতে নারাজ আন্দোলনকারীরা৷ অন স্পট বিজ্ঞপ্তি প্রকাশের ও আপ-টু-ডেট ভ্যাকেন্সিতে নিয়োগের দাবিতে রাতভর আচার্য সদনের সামনে ধর্নায় বাসার ডাক দিয়েছেন আপার প্রাইমারি প্রার্থীরাদের একাংশ৷

জানা গিয়েছে, এদিন বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসাবে এসএসসি চাকরিপ্রার্থী সৌমিত্র সরকারের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়৷ ডেপুটেশন কর্মসূচিতে চাকরিপ্রার্থীদের আশ্বাস দিয়ে সৌমিত্রবাবু জানান, প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া মহামান্য আদালতের নির্দেশে বন্ধ আছে৷ নবম-দশমের কাউন্সেলিং চলছে৷ এর পরই আপার প্রাইমারিতে নিয়োগ হবে৷ কিন্তু, কবে হবে নিয়োগ? ভোটের পর? চাকরিপ্রার্থীদের প্রশ্নে কমিশনের তরফে জানানো হয়, যত শীঘ্রই সম্ভব তা প্রকাশ করা হবে৷ বলেন, ফেব্রুয়ারির মধ্যে আপার বিজ্ঞপ্তি জারি করব৷ আমি ভেরিফিকেশন ২০ তারিখের আগে শুরু করব। ১৬ ফেব্রুয়ারির মধ্যে বিজ্ঞপ্তি দেব৷ চাকরিপ্রার্থীদের অভিযোগ, এর আগেও গত ২৯ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা জানিয়েছিল কমিশন৷ কিন্তু, তা কার্যকর হয়নি৷ এবারও সেই একই প্রতিশ্রুতি দেওয়া হলেও মানতে নারাজ প্রার্থীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − one =