কোন কেন্দ্রীয় সংস্থায় কবে কোন নিয়োগ পরীক্ষা? দেখুন তালিকা

ভারতীয় রেল মন্ত্রক: বিজ্ঞপ্তি নং 01/2019 ও 02/2019 অনুযায়ী এনটিপিসি ও প্যারামেডিক্যাল ক্যাটাগরির অনলাইন পরীক্ষার সম্ভাব্য সময় জুন থেকে সেপ্টেম্বর, ২০১৯। ওয়েবসাইট www.rrbkolkata.gov.in, www.rrbmalda.gov.in, www.rrbsiliguri.org । স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: জুনিয়র অ্যাসোসিয়েট (বিজ্ঞপ্তি নং CRPD/CR/2019-20/03) পদে প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০ আগস্ট, ২০১৯ । ওয়েবসাইট https://www.sbi.co.in/careers, https://bank.sbi/careers । স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: প্রবেশনারি অফিসার বিজ্ঞপ্তি নং

কোন কেন্দ্রীয় সংস্থায় কবে কোন নিয়োগ পরীক্ষা? দেখুন তালিকা

ভারতীয় রেল মন্ত্রক: বিজ্ঞপ্তি নং 01/2019 ও 02/2019 অনুযায়ী এনটিপিসি ও প্যারামেডিক্যাল ক্যাটাগরির অনলাইন পরীক্ষার সম্ভাব্য সময় জুন থেকে সেপ্টেম্বর, ২০১৯। ওয়েবসাইট www.rrbkolkata.gov.in, www.rrbmalda.gov.in, www.rrbsiliguri.org ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: জুনিয়র অ্যাসোসিয়েট (বিজ্ঞপ্তি নং CRPD/CR/2019-20/03) পদে প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০ আগস্ট, ২০১৯ । ওয়েবসাইট https://www.sbi.co.in/careers, https://bank.sbi/careers  ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: প্রবেশনারি অফিসার বিজ্ঞপ্তি নং CRPD/PO/2019-20/01  । মেন পরীক্ষা হবে ২০ জুলাই, ২০১৯ । https://www.sbi.co.in/careers, https://bank.sbi/careers  ।

ইউজিসি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট: লিখিত পরীক্ষা হবে ২০, ২১, ২৪, থেকে ২৯ জুন, ২০১৯ । ওয়েবসাইট www.ntanet.nic.in ।

ডিফেন্স বায়োইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেক্ট্রোমেডিক্যাল ল্যাবরেটরি: গ্র্যাজুয়েট আপ্রেন্তিস পদে পরীক্ষা হবে ২৫ জুন, ২০১৯ । বিজ্ঞপ্তি নং DEBEL/HRD/AT/01/2019 । ওয়েবসাইট www.drdo.gov.in ।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন: ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস অ্যান্ড ইন্ডিয়ান স্টাটিস্টিক্যাল সার্ভিস এক্সামিনেশন, ২০১৯ পরীক্ষা হবে ২৮ জুন, ২০১৯। ওয়েবসাইট www.upsc.com.in  ।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন: কম্বাইন্ড জিও সায়েন্টিস অ্যান্ড জিওলজিস্ত এক্সামিনেশন, পরীক্ষা হবে ২৮ জুন, ২০১৯ । ওয়েবসাইট www.upsc.com.in ।

ভারতীয় জীবন বিমা নিগম: অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ত্রেতিভ অফিসার পদের মেন পরীক্ষা হবে ২৮ জুন ২০১৯ । ওয়েবসাইট www.licindia.in  ।

সিবিএসসি সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট: লিখিত পরীক্ষা হবে ৭ জুলাই, ২০১৯ । ওয়েবসাইট www.ctet.nic.in  ।

লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া: আপ্রেন্তিস ডেভেলপমেন্ট অফিসার পদের  প্রিলিমিনারি পরীক্ষা হবে ৬ ও ১৩ জুলাই, ২০১৯ । মেইন পরীক্ষা হবে ১০ আগস্ট, ২০১৯ ।  ওয়েবসাইট  http://www.licindia.in  ।

স্টাফ সিলেকশন কমিশন- কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন: ২০১৮ টায়ার-১ পরীক্ষা হবে১ জুলাই থেকে ২৬ জুলাই, ২০১৯ । টায়ার-২ পরীক্ষা হবে ২৯ সেপ্টেম্বর ২০১৯ । ওয়েবসাইট https://ssc.nic.in ।

বর্ডার সিকিউরিটি ফোর্স: হেড কনস্টেবল, রেডিও অপারেটর ও হেড কনস্টেবল, রেডিও মেকানিক পদে লিখিত পরীক্ষা হবে ২৮ জুলাই, ২০১৯ ।শারীরিক মাফজোক ও সক্ষমতার পরীক্ষা হবে ৯ অক্টোবর, ২০১৯ । ওয়েবসাইট https://recruitments.bsf.gov.in ।

টেরিটরিয়াল আর্মি: লেফটেন্যান্ট পদে নিয়োগে লিখিত পরীক্ষা হবে ২৮ জুলাই, ২০১৯ । ওয়েবসাইট www.jointerritorialarmy.nic.in ।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন: অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষা হবে ৩০ ও ৩১ জুলাই, ২০১৯ । ওয়েবসাইট www.epfindia.gov.in ।

স্টাফ সিলেকশন কমিশন: মাল্টি টাস্কিং (নন টেকনিক্যাল) স্টাফ এক্সামিনেশন, পরীক্ষা হবে ২ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর, ২০১৯ । ওয়েবসাইট https://ssc.nic.in ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 16 =