রাজ্যে কবে, কোন পদে কর্মী নিয়োগের পরীক্ষা? কবে ইন্টার্ভিউ? দেখুন তালিকা

কলকাতা: রাজ্যে কবে কোন লিখিত পরীক্ষা? পরীক্ষার ইন্টার্ভিউ ও পার্সোনালিটি টেস্টের দিনক্ষণের তালিকা দেখুন একনজরে৷ ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশন: বিজ্ঞপ্তি নং 02/2018 অনুযায়ী বিভিন্ন পদের লিখিত পরীক্ষা হবে ৩০ জুন, ২০১৯। ওয়েবসাইট- www.webcsc.org । পাবলিক সার্ভিস কমিশন: মেডিক্যাল টেকনোলজিস্ট(এক্সরে), গ্রেড থ্রি পদে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে ৭ জুলাই, ২০১৯ । ওয়েবসাইট- https://www.pscwbonline.gov.in ।

রাজ্যে কবে, কোন পদে কর্মী নিয়োগের পরীক্ষা? কবে ইন্টার্ভিউ? দেখুন তালিকা

কলকাতা: রাজ্যে কবে কোন লিখিত পরীক্ষা? পরীক্ষার ইন্টার্ভিউ ও পার্সোনালিটি টেস্টের দিনক্ষণের তালিকা দেখুন একনজরে৷ 

ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশন: বিজ্ঞপ্তি নং 02/2018  অনুযায়ী বিভিন্ন পদের লিখিত পরীক্ষা হবে ৩০ জুন, ২০১৯। ওয়েবসাইট- www.webcsc.org ।

পাবলিক সার্ভিস কমিশন: মেডিক্যাল টেকনোলজিস্ট(এক্সরে), গ্রেড থ্রি পদে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে ৭ জুলাই, ২০১৯ । ওয়েবসাইট- https://www.pscwbonline.gov.in  ।

পাবলিক সার্ভিস কমিশন: ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস(এক্সিকিউটিভ) মেইন এগজামিনেশন ২০১৯ আয়জিত হবে ২৫ জুলাই, ২০১৯। ওয়েবসাইট- https://www.pscwbonline.gov.in  ।

পাবলিক সার্ভিস কমিশন: আইসিডিএস প্রকল্পের সুপারভাইজার পদে নিয়োগের (বিজ্ঞপ্তি নং 8/2019) প্রিলিমিনারি পরীক্ষা হবে ১ সেপ্টেম্বর, ২০১৯ । ওয়েবসাইট- https://www.pscwbonline.gov.in  ।

রাজ্যে কবে, কোন পদে কর্মী নিয়োগের পরীক্ষা? কবে ইন্টার্ভিউ? দেখুন তালিকারাজ্যের পরীক্ষার ইন্টার্ভিউ ও পার্সোনালিটি টেস্ট:

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড: অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (সিকিউরিটি) পদের ইন্টার্ভিউ হবে ১ ও ২ জুলাই, ২০১৯ । কেমিস্ট পদের ইন্টার্ভিউ হবে ১ ও ৩ জুলাই, ২০১৯ । স্টাফ নার্স পদের ইন্টার্ভিউ হবে ৩ জুলাই, ২০১৯ । ওয়েবসাইট- www.wbpdcl.co.in ।

কলকাতা হাইকোর্ট: গ্রুপ ডি পদের (বিজ্ঞপ্তি নং 4441-RG Dated 28 th September, 2018  ও 219-R(Recruitment) Dated 9 th January, 2019)  ইন্টার্ভিউ হবে ৬ ও ৭ জুলাই, ২০১৯ । ওয়েবসাইট- www.culcuttahoghcourt.gov.in ।

পাবলিক সার্ভিস কমিশন: অ্যাসিস্ট্যান্ট মাষ্টার ইন ফিজিক্স (বিজ্ঞপ্তি নং 10(2d) / 2015) পদের ইন্টার্ভিউ / পার্সোনালিটি টেস্ট হবে ২-৫ জুলাই, ৮, ৯ জুলাই ২০১৯ । ওয়েবসাইট- https://www.pscwbonline.gov.in ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 18 =