আগামী তিন মাস GPF-এ কত শতাংশ সুদ পাবেন রাজ্যের কর্মীরা?

কলকতা: রাজ্য সরকারি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ)-এ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সুদের হার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে৷ এর আগের তিন মাসেও জিপিএফে ৮ শতাংশ সুদ ছিল৷ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সুদ ছিল ৭.৬ শতাংশ৷ রাজ্য সরকারি কর্মীদের জিপিএফে সুদের হার তিন মাস অন্তর নির্ধারণ করা হয়৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে জিপিএফের সুদ

a7a6d751405845c1e492f679ab82fd78

আগামী তিন মাস GPF-এ কত শতাংশ সুদ পাবেন রাজ্যের কর্মীরা?

কলকতা: রাজ্য সরকারি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ)-এ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সুদের হার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে৷ এর আগের তিন মাসেও জিপিএফে ৮ শতাংশ সুদ ছিল৷ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সুদ ছিল ৭.৬ শতাংশ৷ রাজ্য সরকারি কর্মীদের জিপিএফে সুদের হার তিন মাস অন্তর নির্ধারণ করা হয়৷

কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে জিপিএফের সুদ পান রাজ্য কর্মীরা৷ বেশ কয়েক মাস আগে সরকারি কর্মীরা ৮ শতাংশের বেশি সুদ পেতেন৷ পরে তা কমে যায়৷ এখন ফের সুদের হার বেড়েছে৷ রাজ্য সরকারি কর্মীদের মূল বেতনের ৬ শতাংশ বাধ্যতামূলকভাবে জিপিএফে রাখতে হয়৷ বেতন থেকে টাকা কেটে এই তহবিলে জমা করা হয়৷ তবে সরকারি কর্মীরা চাইলে মূল বেতনের পুরোটাও জিপিএফ তহবিলে রাখতে পারেন৷ অন্য সঞ্চয় প্রকল্পের তুলনায় সুদের হার বেশি হওয়ার কারণে অধিকাংশ সরকারি কর্মী বাধ্যতামূলক ৬ শতাংশের বেশি জিপিএফ তহবিলে জমা দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *