বাংলায় নথিভুক্ত বেকার সংখ্যা কত? তথ্য জানাল রাজ্য

কলকাতা: লোকসভা নির্বাচনী সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একাধিকবার দাবি করেছে, দেশে যখন বেকারত্ব বাড়ছে, ঠিক তখনই বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে৷ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে জনা সভায় দাঁড়িয়ে বাংলার বেকারত্ব নিয়ে দরাজ সার্টিফিকেট দিলেও এবার প্রকাশিত হল রাজ্যে তৃণমূল সরকারের আমলে তৈরি হওয়া এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত বেকারের সংখ্যা৷ এই মুহূর্তে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত বেকারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায়

বাংলায় নথিভুক্ত বেকার সংখ্যা কত? তথ্য জানাল রাজ্য

কলকাতা: লোকসভা নির্বাচনী সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একাধিকবার দাবি করেছে, দেশে যখন বেকারত্ব বাড়ছে, ঠিক তখনই বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে৷ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে জনা সভায় দাঁড়িয়ে বাংলার বেকারত্ব নিয়ে দরাজ সার্টিফিকেট দিলেও এবার প্রকাশিত হল রাজ্যে তৃণমূল সরকারের আমলে তৈরি হওয়া এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত বেকারের সংখ্যা৷

এই মুহূর্তে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত বেকারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩২ লক্ষ ৭০ হাজার৷ এই সংখ্যার মধ্যে এক লক্ষ নথিভুক্ত বেকার রাজ্য সরকারের যুবশ্রী ভাতা পাচ্ছেন বলে বিধানসভায় লিখিত আকারে তথ্য তুলে ধরলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক৷ বেকার ভাতা না পাওয়া কর্মপ্রার্থীর সংখ্যা অন্তত ৩১ লক্ষ!

চলতি বছরের ৩১ মে পর্যন্ত রাজ্যের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও এমপ্লয়মেন্ট ব্যাংকে মোট নথিভুক্ত বেকারের সংখ্যা জানতে চেয়ে বিধায়ক আমজাদ হোসেন লিখিত প্রশ্ন করেন৷ সেই সঙ্গে কতজন বছরে বেকার ভাতা পান, তাও জানতে চান তিনি৷ মঙ্গলবার বিধানসভায় শ্রমমন্ত্রীর লিখিত প্রশ্নের বিভিত্তিতে সিপিএম বিধায়কের জবাব দেন৷ বিধানসভায় মলয়বাবু জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১২ সালের ২৬ জুলাই এমপ্লয়মেন্ট ব্যাংকের উদ্বোধন করেন৷ এ বছরের ৩১ মে পর্যন্ত সেখানে মোট নথিভুক্ত কর্মপ্রার্থীর সংখ্যা ৩২ লক্ষ ৬৯ হাজার ১১১ জন৷ মুখ্যমন্ত্রী ২০১৩ সালের ১ অক্টোবর থেকে যুবশ্রী ভাতা চালু করেন৷ বছরে এখন এক লক্ষ নথিভুক্ত কর্মপ্রার্থীকে ভাতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 4 =